চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় আটক ৬ তিন জেলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার আরও ৫
সিরাজগঞ্জে সবজির বস্তায় নেশাজাতীয় ইনজেকশন, বাবা-মেয়ে গ্রেপ্তার
প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
সিরাজগঞ্জে সবজির বস্তা থেকে নেশাজাতীয় ইনজেকশনসহ বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে, চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাত আটক, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইউপি চেয়ারম্যান, নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ নির্যাতনের অভিযোগে ৩ জন ও নওগাঁর মান্দায় ছাত্রলীগ নেতাসহ আরও ৫ জন গ্রেপ্তার হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন চরপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র, গোলাসহ ৬ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পতেঙ্গা চরপাড়া এলাকায় ডাকাতির উদ্দেশে তারা সমুদ্রে অবস্থান নিচ্ছে এমন তথ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ড (চট্টগ্রাম) দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- তৌহিদুল ইসলাম আকাশ (২২), মনির উদ্দিন (২৩), মো. রুবেল (৩২), মো. ফারুক (২২), মো. সোহেল (২৫), মো. জাহিদ (২৫)। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজার এলাকার বাসিন্দা।
কোস্টগার্ড সূত্রে জানানো হয়, পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকায় একটি জলদসু্যর দল ডাকাতির উদ্দেশে সমুদ্রে অবস্থান নিচ্ছে। এমন খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ জন ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গোলাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম উল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাশেদ-গিয়াস গ্রম্নপের সদস্য বলে জানান। জব্দ মালামালসহ আটকদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান সেকান্দরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোলাইমান উপজেলার তালশহর গ্রামের লাল মিয়ার ছেলে।
জানা গেছে, তার বিরুদ্ধে ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় মাদ্রাসা শিক্ষার্থী হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে আশুগঞ্জ থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
আশুগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আশুগঞ্জ ও সদর থানায় হত্যা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জর্ যাব-১২'র অভিযানে অভিনব কায়দায় সবজির বস্তার ভেতরে বহন করা ৩ হাজার ৩৮০পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন রহমতগঞ্জ কাঠেরপুল সংলগ্ন ডাচ্ বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- শামিমা আক্তার (৩১) ও আকবর আলী (৬৩)। এ ছাড়া তাদের সঙ্গে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। শামিমা খামার তাহেরপুর গ্রামের সামু মিয়ার স্ত্রী ও বাবা আকবর রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবার খাঁর ছেলে। বৃহস্পতিবার সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন
র্
যাব-১২, সদর কোম্পানী কমান্ডার লে. এম আবুল হাশেম সবুজ।
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সুবর্ণচরে হাত-পা বেঁধে ৩ সন্তানের জননী শারমিন আক্তারকে (৩০) নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এরই মধ্যে নির্যাতনের একটি ভিডিও গত বুধবার রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুলিশ রাতেই ভিকটিম ও অভিযুক্তদের আটক করে। গত ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার পূর্ব চরবটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের আব্দুল হাদির বাড়িতে ভিকটিমের শ্বশুর বাড়িতে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১২ বছর আগে পারিবারিকভাবে একই ওয়ার্ডের নূর নবীর সঙ্গে বিয়ে হয় শারমিনের। স্বামী প্রতিবন্ধী হওয়ায় ভিকটিম বিভিন্ন বাসাবাড়ি কাজ করে সংসার চালান। তিনি কাজের সন্ধানে ঢাকা চলে যান। পরে স্বামীর পরিবারের কথায় পুনরায় ফিরে আসলে ঘটনার দিন কথা কাটাকাটির একপর্যায়ে শ্বশুর আব্দুল হাদি, জা কুলসুমা, নার্গিস, ভাসুরের ছেলে শেখ ফরিদ, হাসান, ভাগনে রাসেল, স্বামী নুর নবী ও তার বোন ছাহেরা খাতুন ভিকটিমের হাত-পা বেঁধে নির্যাতন চালায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে।
চরজব্বর থানার ওসি কাওসার আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় মেহরাব হোসেন মিষ্টার (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাত্রলীগ নেতা উপজেলার পরানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পরানপুর গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে আবুলের ছেলে।
মামলাসূত্রে জানা গেছে, তার নামে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে ছোট বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে মারামারির মামলা রয়েছে (মামলা নাম্বার জিআর ২৯/২০২৪)।