দুর্নীতির বিরুদ্ধে জিরোটলারেন্স ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম -যাযাদি
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকার কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। তিনি গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে ও সহ-সভাপতি নিয়াজ মো. খান বিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুলস্নাহ আল মামুন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোলস্না। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আরজু, খ.আ.ম রশিদুল ইসলাম, সৈয়দ মিজানুর রেজা, মনজুরুল আলম, দীপক চৌধুরী বাপ্পী, আ.ফ.ম কাউসার এমরান, শেখ সহিদুল ইসলাম, আল আমিন শাহিন, আবদূন নূর, পীযুষ কান্তি আচার্য, ইব্রাহিম খান সাদাত, মফিজুর রহমান লিমন, শিহাব উদ্দিন বিপু, সৈয়দ মো. আকরাম, নজরুল ইসলাম শাহজাদা, বিশ্বজিৎ পাল বাবু, শাহাদাৎ হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।