ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত হয়েছে। অন্যদিকে, চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত ও আহত ৫ হন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাত এক যুবক (১৮) নিহত হয়েছে। গত বুধবার রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে ছিল লেমন রঙের গেঞ্জি এবং কালো প্যান্ট। দুর্ঘটনায় ওই যুবকের মাথা থেতলে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুলস্নাহ হেল বাকি জানান, রাত সাড়ে ৭টার দিকে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই যুবকের মাথা থেতলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে মারা যান ফেনী সদর উপজেলার দক্ষিণ মাইজবাড়ি গ্রামের মৃত হাফেজ আহম্মদের ছেলে বেলায়েত হোসেন (৪৫) নামে এক পথচারী। আহতরা হলেন- ট্রাক চালক সাগর, চালকের সহকারী মো. ইব্রাহিম। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করেন বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল অবেদীন তিতাস জানান, বৃহস্পতিবার ভোরে খবর পান বারইয়ারহাট উত্তর বাজারের ইউটার্ন পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বেলায়েত হোসেনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।