ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্প
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
আগামী ২৯ সেপ্টেম্বর রোববার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করছে দিনব্যাপী 'ফ্রি হার্ট ক্যাম্প'। মহাখালী রাওয়ার বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ফ্রি হার্ট ক্যাম্প চলবে। এতে বিনামূল্যে রোগীদের বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেবেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিওভাসকুলার থোরাসিক স্পেশালিস্ট সার্জন প্রফেসর ডা. নাসির উদ্দিন আহমেদ, চিফ অব ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম, সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক (ডা.) অমল কুমার চৌধুরী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট- ডা. সানিয়া হক; মেডিসিন বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট- ডা. এম এ হাসনাত; কার্ডিওভাসকুলার সার্জন- ডা. রোমেনা রহমান; হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. রেজওয়ানা সিদ্দিক, পেডিয়াট্রিক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. রেজওয়ানা রিমা এবং ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. আব্দুল জাব্বার জীবন। ক্যাম্পে আসা হৃদরোগীদের এনজিওগ্রামের সিডি (যদি থাকে) নিয়ে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। একইদিনে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডে ব্রাহ্মণবাড়িয়াবাসীদের জন্য অনুরুপ 'ফ্রি হার্ট ক্যাম্প' এর আয়োজন করা হয়েছে। যেখানে বিনামূল্যে রোগীদের বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. নাজমুল হক (হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ)। 'ফ্রি হার্ট ক্যাম্প' এ সিরিয়াল নেয়ার জন্য উলেস্নখিত নম্বরে ফোন করা যাবে। ঢাকা-১০৬৬৭, ০১৮৪১৪৮০০০০; ব্রাহ্মণয়াড়িয়া-০১৭০৫৬৬৬৯৯৯, ০২৩৩৪৪২৭৮০৮।
প্রসঙ্গত, ক্যাম্পে আসা রোগীদের সবধরনের পরীক্ষায় থাকছে ৩০% ছাড় (শর্ত প্রযোজ্য)। সংবাদ বিজ্ঞপ্তি