শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

মতবিনিময় সভা

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রবাসী গ্রাহক ও রেমিট্যান্স সুবিধাভোগীদের সঙ্গে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চট্টগ্রামের আনোয়ারা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে এভিপি ও শাখা প্রধান মোহাম্মদ বুরহান উদ্দীন খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশন মুহাম্মদ ফরিদুল ইসলামের। সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমচাল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাশেম চৌধুরী, বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শাওকী।

আলোচনা সভা

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

আরডিএস, গণ-উন্নয়ন কেন্দ্র, উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশের সহযোগিতায় সহ-বাস্তবায়নকারী রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) উদ্যোগে 'স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন' ও কৃষকের পণ্যে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ বিষয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে মো. আব্দুল গনিকে সভাপতি ও মো. আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। সঞ্চালনা করেন আরডিএসের মাঠ সমন্বয়কারী উজ্জল কুমার দত্ত রায়।

সমন্বয় সভা

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় উপজেলা পরিষদ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। অপরদিকে একই স্থ্থানে আইনশৃঙ্খলা বিষয়ক সভা এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্‌ আলম, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আহ্বায়ক কমিটি

ম লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অধ্যাপক ডা. জালাল আহামদকে কো-অর্ডিনেটর, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আলমকে আহ্বায়ক ও সরওয়ার আকতারকে সদস্যসচিব করা হয়। মঙ্গলবার বিকালে ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসানের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য সদস্যরা হলেন যথাক্রমে যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল গনী, মাওলানা আকতার কামাল, শহিদুল আলম, আবু তালেব রুবেল, যুগ্ম সদস্যসচিব নাছির উদ্দিন বাবুলসহ অন্যরা।

মতবিনিময় সভা

ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামানের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসরুমে সভায় কালিয়া প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে পরিচিত হন। এ সময় ছিলেন কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ, রাশেদ কামাল, চৌধুরী মনিরুজ্জামান, মো. খাইরুল ইসলাম চৌধুরী, কে এম জিহাদুল ইসলাম, আমানত ইসলাম পারভেজ, মাফুজুর রহমান, মো. রাসেল শেখ, বাবর আলী, হাচিবুর রহমান, মো. রাসেল শেখ আখের, চৌধুরী জুয়েল রানা ও উজ্জল শেখ।

কমিটি গঠন

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার কমিটি ঘোষণা উপলক্ষে উপজেলা আদালত ভবনসংলগ্ন বার ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ মোহাং মেজবাহ উদ্দিন ভূঁইয়া। তিনি দায়িত্বপ্রাপ্তদের হাতে ডিক্লেয়ারেশন পেপার তুলে দেন। পূর্বের ন্যায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জহুরুল ইসলাম। এছাড়া অন্যান্য ৭টি পদেও আগের দায়িত্বরতরাই পুনরায় দায়িত্ব পেয়েছেন।

অ্যাডহক কমিটি

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ৭ সদস্যবিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রর স্বাক্ষরিত এ স্মারকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। ৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক (পদাধিকার বলে) উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এবং সদস্য সচিব (পদাধিকার বলে) উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা। এ ছাড়া অ্যাডহক কমিটির বাকি ৫ সদস্য হলেন- রাজু আহম্মেদ. হ্লাসিংমং মারমা, শামীম আহম্মেদ রুভেল, হলামংসিং মারমা এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান।

সমঝোতা স্মারক

ম গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে উপাচার্যের অফিসের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুলস্নাহর উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় সমঝোতা স্মারক স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোলস্না মাহফুজ আল হোসেন এবং বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের পক্ষে নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ।

সম্প্রীতি সভা

ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় পাহাড়ি-বাঙালিসহ সব জাতি-গোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন ও নিরাপত্তা বজায় রাখতে জেলার প্রতিটি উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন পাড়া, গ্রাম, মহলস্নায় গিয়ে সম্প্রীতির সমাবেশ ও আলোচনা শুরু করেন। দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন ও যুগ্ম সম্পাদক কাজী রানা জানান, পূর্বের তুলনায় দীঘিনালার সার্বিক পরিস্থিতি এখন অনেক ভালো।

শিক্ষা জাতীয়করণ

ম তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালায় মাধ্যমিক স্তরের শিক্ষা জাতীয়করণ দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার বেলা ১২টায় উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ হালদার। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজীবুদৌলস্নার পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা মো. সাইফুলস্নাহ, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

মাসিক সভা

ম শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভাকক্ষে শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা যুব-উন্নয়ন অফিসার গোলাম ফারুক।

নতুন প্রধান নির্বাহী

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) নতুন প্রধান নির্বাহী (সিইএক্স) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। বুধবার তিনি কেলোকার প্রধান নির্বাহী পদে যোগদান করেন। জানা গেছে, পার্বতীপুরের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) কর্মরত প্রধান নির্বাহী (সিইএক্স) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম পদোন্নতি পাওয়ায় পদটি শূন্য হওয়ায় মোহাম্মদ সাইফুল ইসলাম একই পদে স্থলাভিষিক্ত হলেন। তিনি ২৭তম বিসিএসের একজন কর্মকর্তা। এর আগে তিনি চট্টগ্রামে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) হিসেবে কর্মরত ছিলেন।

শ্রমিক সমাবেশ

ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবহণ শ্রমিক সদস্যদের নিয়ে শ্রমিক সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শহরের একটি হোটেলে কুলাউড়া উপজেলা সভাপতি বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথি ছিলেন পরিবহণ শ্রমিক ফেডারেশনের মৌলভীবাজার জেলা উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলা উপদেষ্টা মোহাম্মদ আবদুল হামিদ খান, খন্দকার আব্দুস সোবহান।

সভা অনুষ্ঠিত

ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএপি'র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপি'র সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম, সদস্যসচিব আশিক উল ইসলাম লেমন, সদর উজেলা যুবদলের আহ্বায়ক সোহাগ খান লোহানী।

চেক বিতরণ

ম বগুড়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও অসুস্থ ছাত্র-জনতার মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অন্যদিকে ৪টি ভিক্ষুক পরিবারের মধ্যে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন কর্মসংস্থান সহায়ক বিপণিবিতান বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের করতোয়া কনফারেন্স হলে এসময় ছিলেন বগুড়ার নবাগত জেলা প্রশাসক মোছা. হোসনা আফরোজা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবাউল করিম, বগুড়া সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, সহকারী পরিচাক শফিকুল ইসলাম।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ উদ্যান ও তৈল জাতীয় ফসল উৎপাদন চাষিদের নিয়ে নিরাপদ সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা আশা'র উদ্যোগে হ্যাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ট্রেনিং সেন্টারে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা কৃষি স্প্রসারণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান মিয়া। প্রশিক্ষক ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো. এমদাদুল হাসান। এ ছাড়া ছিলেন আশা কালীগঞ্জ অফিসের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. গোলাম মোস্তফা, সদরে আরএম শেখ ফরিদুল ইসলাম, সদরে ম্যানেজার মকলেচুর রহমান।

গরু চুরি

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে কৃষকের গোয়ালঘরের তালা কেটে ৮টি গরু চোরেরা নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে উপজেলার দীঘিরপাড় গ্রামে। মঙ্গলবার সারাদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান করতে পারেননি কৃষক নিজাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর সঙ্গে সঙ্গে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিতর্ক প্রতিযোগিতা

ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৪'র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গলাচিপা স্কিল ল্যাব'র বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদের সভাপতিত্বে বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, এনজেড আলিম মদরাসার প্রভাষক মো. নুরুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা মোসা. ইসমত আরা।

অবহিতকরণ সভা

ম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে 'চিলড্রেন নো বেটার' প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় গোদাগাড়ী উপজেলা হলরুমে অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি'র আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক। সভার সভাপতিত্ব করেন এসিডির প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম পায়েল। পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা এবং প্রেজেন্টেশন'র মাধ্যমে এসিডির কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।

স্মারকলিপি প্রদান

ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন চারঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় তেজগাঁও, ঢাকা। এ সময় ছিলেন সরদহ সরকারি প্রা. বিদ্যালয় সহকারী শিক্ষক রাহেলা খাতুন, রাজশাহী ক্যাডেট কলেজ ক্যাম্পাস সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম, চারঘাট মডেল সহকারী শিক্ষক সাবিত হোসেন, আবু হাসমত, মো. শাহীনসহ শিক্ষক-শিক্ষিকারা।

যাচাই-বাছাই কার্যক্রম

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর সদস্য যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার কয়াপাড়া কামার কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এসময় ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলা কমান্ড্যান্ট অফিসার আজিজুর রহমান, জেলা আনসার গোয়েন্দা শাখার কর্মকর্তা ইসমাইল হোসেন, মান্দা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা হাফজা খাতুন (ইলা), ধামইরহাট উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক গৌতম চন্দ্র পাল এবং মান্দা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক ফারুক হোসেন।

মতবিনিময় সভা

ম স্টাফ রিপোর্টার, যশোর

যশোর যৌনকর্মীদের অধিকারবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্বেচ্ছাসেবী সংস্থা বঞ্চিতা যশোরের আয়োজনে সংস্থার কনফারেন্স রুমে সভায় বঞ্চিতা যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি নুর নাহার রানুর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, পৌরসভার কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, সাংবাদিক হাবিবুর রহমান মিলন ও কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক জয়ন্ত সরকার।

স্মারকলিপি প্রদান

ম সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে স্বীকৃতিপ্রাপ্তি চলমান সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা। বুধবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আবু ছাইম, সিনিয়র সহ-সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক মো. আবু তারেক হাবিব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতারা।

অভিভাবক সম্মেলন

ম দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মারকাযুল উলুম ফাতেমাতুয যাহারা (রাযি.) পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে ও নাজিমে তালিমাত মাওলানা সাইদুজ্জামান আল হায়দর এবং মুফতি কামরুজ্জামানের সঞ্চালনায় অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারায়ে ত'লিম বাংলাদেশের মহাসচিব শায়ক মাওলানা আব্দুল বছির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের পরিচালক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মাওলানা খলীলুর রহমান।

ইন্টারনেটের উদ্বোধন

ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে দ্রম্নতগতির ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কার্নিভাল ইন্টারনেটের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কার্নিভাল ইন্টারনেটের উদ্বোধন করেন প্রধান অতিথি মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান। সায়হাম ফিউসার কমপেস্নক্সে জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আরজু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম জাকিরুল হাসান, থানার সেকেন্ড অফিসার শাহানুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।

কর্মশালা অনুষ্ঠিত

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা পালনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে উপজেলার রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান। বিশেষ অতিথি ছিলেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ নূর ইসলাম মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে