কুমিলস্না-চাঁদপুর সড়কে বাস পারমিট ঝুলে আছে ১ বছর
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, কুমিলস্না
কুমিলস্না নগরী থেকে উপজেলা কিংবা আন্তঃজেলা বাস সার্ভিস চালুর জন্য রুট পারমিট কিংবা অনাপত্তিপত্র নিতেও কাজ করত সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহার সমর্থিত একটি পরিবহণ সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের অনুমতি না থাকলে কোনো বাস সার্ভিসের রুট পারমিট মিলত না। এমনই হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছে চাঁদপুর-কুমিলস্না সড়কে চলাচলকারী আইদি পরিবহণ নামের একটি বাস সার্ভিস। দীর্ঘ এক বছর ধরে কুমিলস্না জেলা প্রশাসন থেকে রুট পারমিটের অনাপত্তিপত্র না পাওয়ায় তাদের রুট পারমিট মিলছে না। এতে মোটা অংকের বিনিয়োগ নিয়ে দুঃচিন্তায় পড়েছে সংশ্লিষ্টরা।
ওই বাস সার্ভিসের সংশ্লিষ্টরা বলেন, সব বৈধ প্রক্রিয়া সম্পন্ন করে গত বছরের ২ নভেম্বর কুমিলস্না-চাঁদপুর সড়কে চলাচল করতে রুট পারমিটের জন্য চাঁদপুর জেলা প্রশাসনে আবেদন করা হয়। বিধিমোতাবেক কুমিলস্না জেলা প্রশাসন থেকে এ বিষয়ে অনাপত্তিপত্র চাওয়া হয়। কিন্তু সাবেক এমপি বাহার সমর্থিত কুমিলস্না জেলা পরিবহণ মালিক সমিতির সিন্ডিকেট এতে বেঁকে বসে। অনাপত্তিপত্র দিতে কুমিলস্না জেলা প্রশাসনে তারা দেয় আপত্তি। এতে আটকে যায় অনাপত্তি ছাড়পত্র। তবে গাড়ি সচল রাখতে সীমিত পরিসরে চাঁদপুর অঞ্চলেই বর্তমানে সার্ভিসটি চালু করা হয়।
আইদি পরিবহণের উপদেষ্টা হাবিবুর রহমান পাটোয়ারী বলেন, শাহরাস্তির পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম, হাসপাতাল ও এতিমখানা পরিচালনার লক্ষ্যে আইদি পরিবহণ চালু করা হয়। তবে চালুর প্রথম থেকে রাজনৈতিক ও বিভিন্ন প্রভাবে বৈষম্যের শিকার হয়ে আসছেন তারা। কুমিলস্নার সদর আসনের তৎকালীন এমপি বাহাউদ্দিন বাহারের হস্তক্ষেপে কুমিলস্না জেলা প্রশাসন থেকে অনাপত্তি ছাড়পত্র না পাওয়ায় চূড়ান্ত রুট পারমিট মেলেনি আজও। এতে পরিবহণটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইদি পরিবহণের ম্যানেজার মনির হোসেন বলেন, 'এই সড়কে বোগদাদ নামের একটি বাস সার্ভিসকে সুবিধা দিতে এমন চক্রান্ত করা হচ্ছে। আইদি পরিবহণের রুট পারমিট দিচ্ছে চাঁদপুর জেলা। আর বোগদাদ পরিবহণকে দিয়েছিল কুমিলস্না জেলা। তাহলে বোগদাদ যদি চাঁদপুরে ঢুকতে পারে, আমরা (আইদি পরিবহণ) কেন কুমিলস্নায় ঢুকতে পারবে না।'
পরিবহণটির ব্যবস্থাপনা পরিচালক মীর পারভেজ আলম বলেন, 'কুমিলস্না নগরীর জাঙ্গালিয়া বাসস্টেশনে স্থান স্বল্পতার কারণ দেখিয়ে বাস মালিক সমিতি আমাদের পরিবহণকে অনাপত্তিপত্র দিতে বিরোধিতা করছে। কিন্তু আমরা স্টেশনের জায়গা ব্যবহার না করে এক লাখ ৬০ হাজার টাকা মাসিক ভাড়া এবং ৫০ লাখ অগ্রিম প্রদান করে গাড়ি রাখার ব্যবস্থা করতে চেয়েছিলাম। একটি সিন্ডিকেট আওয়ামী লীগের এমপির নাম ভাঙিয়ে চাপের মুখে সেখান থেকে ভাড়ার চুক্তিনামা বাতিল করতে হয়েছে।'
কুমিলস্না জেলা সড়ক পরিবহণ মালিক গ্রম্নপের সভাপতি কবির আহমেদ বলেন, তিন একরবিশিষ্ট জাঙ্গালিয়া বাস স্টেশনের এখন ধারণ ক্ষমতার তিনগুণ বেশি গাড়ি, তাই জেলা প্রশাসন থেকে অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে না। কোনো সিন্ডিকেটের বাধায় আইদি পরিবহণের অনাপত্তিপত্র আটকে থাকার বিষয়টি তিনি অবগত নন।
কুমিলস্নার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে সৈয়দ শামসুল তাবরীজ বলেন, আইদি পরিবহণের রুট পারমিটের অনাপত্তি ছাড়পত্র দিতে একটি আবেদন করা আছে। আইদি পরিবহণের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। বিষয়টি আগামী সভায় উপস্থাপন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।