শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

শিবগঞ্জে মাদ্রাসার রাস্তা পাকা না হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শিবগঞ্জে মাদ্রাসার রাস্তা পাকা না হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ

বগুড়ার শিবগঞ্জে ৫৪ বছর ধরে একটি মাদ্রাসার রাস্তা পাকাকরণ না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, উপজেলা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ময়দানহাট্টা ইউনিয়নের শরিফ খাঁন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫৪ বছর পেরিয়ে গেলেও যাতায়াতের রাস্তা পাকাকরণ হয়নি। ১৯৬৯ সালে স্থাপিত হয়েছে মাদ্রাসাটি। এলাকার সূধী ও সমাজসেবকদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত মাদ্রাসায় বর্তমানে সাড়ে তিনশতাধিক শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই কাঁদা সৃষ্টি হয়।

এ ব্যাপারে মাদ্রাসার সুপার আব্দুল হাকিম বলেন, মাদ্রাসার যাতায়াতের এক কিলোমিমিটার রাস্তা পাকাকরণ করার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে রাস্তার পাশে মালিকানাধীন বড় একটি পুকুর থাকার কারণে কাঁচা রাস্তাটি ভেঙে ভেঙে পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। রাস্তাটি পাকা থাকলে শিক্ষার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পেত। তিনি অবহেলিত মাদ্রাসাটির একাডেমিক ভবন নির্মাণের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে