জামিন পেলেন আলোচিত বিএনপি নেতা লেয়াকত আলী
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গন্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী ও তার স্ত্রী জেসমিন আক্তার। তাদের দুজনকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি শাহেদ নুরুদ্দীনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
জানা যায়, 'অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর বিএনপি নেতা লেয়াকত আলী ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় মঙ্গলবার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চাইলে হাইকোর্ট দুদকের দায়েরকৃত ওই মামলায় লেয়াকত ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আট সপ্তাহের আগাম জামিন দেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা লেয়াকত আলী জানান, 'দুদকের দায়েরকৃত মিথ্যা মামলায় আমি ও আমার স্ত্রী ৮ সপ্তাহের জামিন পেয়েছি। আওয়ামী স্বৈরশাসন আমলের গায়েবি মামলার মতো আমি ও আমার পরিবারকে হয়রানি করার জন্য দুদক এই মামলা দিয়েছে।'