মদনে প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সভা

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদনে 'প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন এবং সক্ষমতা বৃদ্ধি'বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি ও বারসিক'র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হাবিব, বারসিক'র সমন্বয়ক অহিদুর রহমান, প্রোগ্রাম অফিসার আলমগীর, সহকারী কর্মসূচি কর্মকর্তা সুমন তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, 'পৃথিবীতে মানুষকে বেঁচে থাকতে হলে এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ হলো পরিবেশ রক্ষায় মনোনিবেশ করা। হাওড়বেষ্টিত মদন উপজেলায় বিভিন্ন প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। এই মৎস্যসম্পদ রক্ষার্থে নিষিদ্ধ জালের ব্যবহার, সেচ যন্ত্র দিয়ে পানি শুকিয়ে ও বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ করতে হবে। অপরিকল্পিত ফসলরক্ষা বাঁধ নির্মাণ থেকে বিরত থাকতে হবে। কৃষি ক্ষেতে অতিমাত্রায় কীটনাশক দেওয়া থেকে বিরত থাকতে হবে। সর্বোপরি সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।'