শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

আটপাড়ায় বিল দখলের চেষ্টা ইজারাদারকে খুনের হুমকি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আটপাড়ায় বিল দখলের চেষ্টা ইজারাদারকে খুনের হুমকি

নেত্রকোনার আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের সরকার থেকে ইজারাকৃত দুটি বিল দখলের নেওয়ার চেষ্টা করছে স্থানীয় বিএনপি দলীয় কিছু নেতাকর্মী। বিলের দখল না ছাড়লে ইজারাদার সমিতির লোকজনকে খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। সোনালী মৎস্যজীবী সমিতির সভাপতি মোখলেছ মিয়া এ ব্যাপারে বুধবার আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর অভিযোগ দিয়েছেন। এর আগে সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও নেত্রকোনা সেনা ক্যাম্পেও অভিযোগ দেওয়া হয়।

অভিযোগে জানা গেছে, উপজেলার মির্জাপুর গ্রামে গাইনা বিল ও কুমারিয়া বিলে মাছ আহরণের জন্য ১৪৩১ বাংলা সনে তিন বছরের জন্য ইজারা নেয় স্থানীয় সোনালী মৎস্যজীবী সমবায় সমিতি লি.। ইজারা নেওয়ার পর ওই সমিতির লোকজন বিলে মাছ আহরণ করছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মির্জাপুর গ্রামের জহিরুল ইসলাম, আমিনুল ইসলাম, রুহুল আমিনসহ স্থানীয় বিএনপি দলীয় ৪০-৪৫ জন বিল দুটি দখলে নেওয়ার চেষ্টা চালায়। তারা উপজেলা প্রশাসনের ওপরও ইজারা বাতিল করে তাদের দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু উপজেলা প্রশাসন এতে রাজি হয়নি। পরে দখল চেষ্টাকারীরা ইজারাদার সমিতির লোকজনকে নানাভাবে ভয়ভীতি দেখাতে শুরু করে। বিষয়টি উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তাকে জানাতে সোমবার অফিসের সামনে যায় সমিতির লোকজন। এ সময় ইউএনও'র অফিসের সামনে সমিতির লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল করে দখল চেষ্টাকারীরা। এক পর্যায়ে মারপিট করার হুমকি দেয়। স্থানীয় লোকজন তাদের ফিরিয়ে দিলে সমিতির লোকজনকে খুন জখমের হুমকি দেয় তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আটপাড়া ইউএনও এম. সাজ্জাদুল হাসান জানান, 'স্থানীয় একটি মৎস্যজীবী সমিতি ৩ বছরের জন্য দুটি বিল ইজারা নিয়ে মাছ আহরণ করছিল। স্থানীয় কিছুলোক ওই ইজারা বাতিল করে তাদের দেওয়ার জন্য বলছে। এ নিয়ে এলাকায় কিছুটা উত্তেজনা আছে। বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে