রামগতিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে পত্রিকায় স্থানীয় কাউন্সিলর ও বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। পৌরসভা বিএনপির উদ্যোগে জনাকীর্ণ সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। সোমবার উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবাদ পাঠ করেন অভিযুক্ত কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, সততার সহিত সামাজিক ও রাজনৈতিক জীবন পরিচালনা করায় ব্যক্তিগত ইমেজ তৈরি হয় এতে কিছু মানুষের হিংসার পাত্র হই। তারই অংশ হিসেবে মানবজমিনের প্রতিনিধি অপরুপ দাস ২১ সেপ্টেম্বর আমার বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করেন এবং তা পত্রিকার বাংলার জমিন পেইজে ছাপা হয়। এ সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, 'আমি আশা করি মানবজমিন একটি স্বনামধন্য পত্রিকা, তাই ভবিষ্যতে সংবাদ পরিবেশনে আরো সতর্ক হবেন।' এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আলমগীর, পৌর বিএনপির সদস্য সচিব এবং পৌর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মুর্তুজা আল আমিন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন প্রমুখ।