শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
পাঁচ জেলায় সড়কে আরও ৬ মৃতু্য

ভূঞাপুরে প্রতিযোগিতা করতে গিয়ে বসতঘরে বাস ঢুকে পথচারী নিহত

স্বদেশ ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভূঞাপুরে প্রতিযোগিতা করতে গিয়ে বসতঘরে বাস ঢুকে পথচারী নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিযোগিতা করতে গিয়ে বসত ঘরে বাস ঢুকে পথচারী নিহত হয়েছে। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোর, নওগাঁর পোরশা, লক্ষ্ণীপুরের রাগতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরও ছয়জনের মৃতু্য হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও ভূঞাপুর প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে যাত্রীবাহী বাস ঢুকে এক পথচারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহত পথচারী বৃদ্ধ আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দুইটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করছিল। হঠাৎ বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রাভেলস নামক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা পথচারীকে চাপা দিয়ে বসত ঘরে ঢুকে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউসহ বাসে থাকা অন্তত ১০ জন আহত হন।

দুর্ঘটনাকবলিত ঘরের মালিক সোলায়মানের ছেলের বউ শারমিন আক্তার জানান, তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। ভেবেছিলেন ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পড়ে দেখেন- ঘরের মধ্যে গাড়ির মাথা। এসময় তিনি ঘরে আটকে পড়লে স্থানীয়রা এসে উদ্ধার করে। এছাড়া পাশের ঘর ভেঙে তার শাশুড়ি আহত হয়েছেন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর প্রতিনিধি জানান, বগুড়ার মহাস্থানপড়ে ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (১৯) নামের এক যুবকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক রাজশাহীর পুঠিয়া উপজেলার ফরিদ উদ্দিনের ছেলে। পেশায় একজন কৃষক। প্রতিবেশী ছয় বন্ধুর সঙ্গে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে বিলের পানিতে পরে নিখোঁজ হন ওই যুবক। অনেক খোঁজাখুঁজির পর রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সাপাহার উপজেলার কলমুডাংগা গ্রামের মৃত ফুলচান স্বর্ণকারের ছেলে। জানা গেছে, মঙ্গলবার রাতে আলমগীর সরাইগাছি মোড় থেকে মোটর সাইকেল যোগে তার শ্বশুরবাড়ি কালাইবাড়ি যাচ্ছিলেন। তিনি সরাইগাছি-নিতপুর রোডের ব্র্যাকের অফিসের সামনের রাস্তায় পৌঁছিলে নিতপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমগীর ঘটনাস্থলেই মারা যান।

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় সাইফ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আমেরিকান প্রবাসীসহ অপর দুইজন আহত হন। মঙ্গলবার রাতে রামদয়াল-বিবিরহাট সড়কের আদর্শ বাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে পেছন থেকে আসা সিএনজির ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন প্রবাসী শরিফ হোসেন নিহত সাইফ উদ্দিনের ছোট ভাই অপর আহত ব্যক্তির নাম জানা যায়নি। নিহত সাইফ উদ্দিন ও আহত শরিফ হোসেন চর রমিজ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রবের ছেলে। তারা রামদয়াল বাজার থেকে সিএনজি যোগে বাড়ি যাচ্ছিলেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইবি প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত মনির হোসেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার বিকেলে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব।

মনির কুষ্টিয়ার কুমারখালির বিলস্নাল হোসেনের ছেলে। তিনি ক্লাস শেষ করে দুপুরে সিএনজিতে করে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে চৌরহাস এলাকায় বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে মনির মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে পৌনে চারটার সময় অপারেশন থিয়েটারে মৃতু্যবরণ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে