যৌথ বাহিনীর অভিযানে ভোলা ও ময়মনসিংহের নান্দাইলে ডাকাতসহ চারজনকে আটক করা হয়েছে। এদিকে পিরোজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছের্-যাব। এছাড়াও মাদককারবারিসহ সাত জেলায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলার দৌলতখানে তিন ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের বাড়িতে তলস্নাশি করে দু'টি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি এবং ১৫টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলাকার বেপারী বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বুধবার প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন। আটকরা হলেন ওই এলাকার আনোয়ার হোসেন (৩৮), মো. সোহেল (২৮) ও মো.হাসান (২০)।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের নান্দাইলে অস্ত্র, ধর্ষণসহ একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার ময়মনসিংহ বাঘমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওয়াহিদুজ্জামান তানবীর উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া গ্রামের উছমান খানের ছেলে।
র্
যাবের অভিযানে পিরোজপুর ছাত্রলীগের সাবেক সহসভাপতি অস্ত্রসহ গ্রেফতার
বরিশাল অফিস ও স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানিয়েছে, পিরোজপুরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে (৩১) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছের্ যাব-৮। বুধবার ভোরের দিকে শহরের নামাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেনর্ যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা। সোহাগ সিকদার শহরের কুমারখালী এলাকার শাহাদাৎ সিকদারের ছেলে।
এ সময়ে তার কাছে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭টি মামলা রয়েছে।
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায়র্ যাব ও পুলিশ পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি (২৬), পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয় ও ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাজীপাড়া এলাকা থেকে রুহুল আমিন আফ্রিদিকে গ্রেপ্তার করেছের্ যাব-৯-এর একটি দল ও বাকি দুইজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।
সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, ওই তিনজনের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। গত ৪ এবং ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনকারীদের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বেনাপোল (যশোর) প্রতিনিধি জানান, যশোরের বেনাপোলে ভারতে পাচারকালে ২.৩৫০ কেজি ওজনের ৫টি স্বর্ণের বারসহ কদম আলী (৩৫) নামে এক যুবক আটক হয়েছে। বুধবার বেনাপোল বাজারের কাঁচাবাজারের সামনে থেকে তাকে একটি মোটর সাইকেলসহ আটক করা হয়।
আটক কদম আলী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুলস্নাহ সিদ্দিকী জানান, মোটর সাইকেলসহ কদম আলীকে আটক করা হয়। এ সময় তার শরীর ও মোটর সাইকেল তলস্নাশি করে প্যান্টের পকেটে স্কসটেপ জড়ানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমনিক বাজার মুল্য দুই কোটি ৩৮ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা।
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ মাদককারবারি শাহিন আলমকে (২০) আটক করেছের্ যাব-১২। মঙ্গলবার ভাঙ্গুড়া পৌর সভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
শাহিন আলম উপজেলার মন্ডতোষ ইউপির দিয়ারপাড়ার গ্রামের ডাবলুর ছেলে।র্ যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার শাহিন আলমকে ভাঙ্গুড়া থানায় সোর্পদ করা হয়েছে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার দর্শনায় হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার টাকাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো চুয়াডাঙ্গা জেলার সুবদিয়া গ্রামের কাশেম আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও জয়নগর গ্রামের মৃত মস্তর আলীর ছেলে মো. শওকত (৫২)।
গত মঙ্গলবার বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটক দুজনকে টাকাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুর বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার উপজেলায় শ্যামগঞ্জ বাজারের্ যাবের একটি অভিযানে ১৩৬ বোতল মদসহ তাকে আটক করা হয়।
আটক আবুল বাশার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শিমুলকান্দি গ্রামের বাসিন্দা।
র্
যাবের মেজর শিশির তালুকদার জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় গত ৯ সেপ্টেম্বর একাধিক মামলার আসামি যুবলীগ নেতা সাইফুলকে (৩৫) আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছিল স্থানীয় জনতা। ওইদিন সকাল ৮টার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে কৌশলে পালিয়ে যায় সাইফুল। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠেন ছাত্র সমাজসহ স্থানীয় জনতা।
গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম সজিব কলাউজান ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের বলিপাড়ার নজির আহমদের ছেলে। লোহাগাড়া থানার ওসি আরিফুররহমান জানান, তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। তাকে চট্টগ্রামের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
পরশুরাম (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর পরশুরামে আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা এবং চাচাতো চাচাকে গ্রেপ্তার করেছে পরশুরাম থানার পুলিশ।
এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে পরশুরাম থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে বুধবার সকালে আলমগীর হোসেন (২৪) ও মোহাম্মদ ওমর ফারুককে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর রায়পুরায় ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার রায়পুরা থানায় আটককৃতকে সোপর্দ করে স্থানীয় জনতা।
আটক ডাকাত রহমান (৪৫) উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।
রায়পুরা থানার ওসি আব্দুল জাব্বার বলেন, এলাকাবাসী বেলা ১১টায় আটককৃত ডাকাতকে থানায় নিয়ে আসে। মামলার প্রস্তুতি চলছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয়েছে।