পরিচলক বহিস্কার, চাকরি স্থায়ীকরণ, সড়ক সংস্কার ও নকশা পরিবর্তনের দাবিতে তিন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ, ঝালকাঠির নলছিটি ও নরসিংদীর পলাশে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ঝিনাইদহ প্রতিনিধি জানান, চাকরির বয়স শিথিল করে শূন্য কোঠায় দৈনিক মজুরী ভিত্তিক স্থানীকরণের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা। বুধবার এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে লাইন সহকারী ইমামুল হক রকি, মশিউর রহমান, টিপু সুলতান, শাহিন আলম, আমির হোসেন, মিঠু শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যদিকে, ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক মিলন হোসেন বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির চিকিৎসক-কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার সকালে এ কর্মসূচি পালিত হয়। এতে সিনিয়র চিকিৎসক আব্দুল হালিম, মেডিকেল অফিসার আরাফাত রহমান, খালিদ নাঈম, কানিশ ফাতেমা, জুই আক্তার, নাহিদ পারভেজ, সুবোধ রঞ্জন, সিনিয়র ল্যাব সহকারী টেকশিয়ান তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, হিসাব সরকারী থেকে সহকারী পরিচালক হওয়া মিলন হোসেন হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তাই তার বহিস্কার দাবি করেন তারা।
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে খানাখন্দে ভরা চলাচলের অযোগ্য সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। বুধবার সড়কের পাশে অবস্থিত সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক হারুন অর রশীদ তালুকদার, ব্যবসায়ী গোলাম মোস্তফা খান, আলী আকবর খান, ব্যবসায়ী আকাশ তালুকদার, স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।
এ ব্যাপারে নলছিটি ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, যে সব সড়ক বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সংষ্কার করা হবে।
পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও বন্যা নিয়ন্ত্রণ স্স্নইচ গেট রক্ষার্থে নরসিংদীর ডাঙ্গা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভূমি অধিগ্রহণ নকশার পরির্বতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বুধবার ঘোড়াশাল পৌর এলাকার ঘাঘড়া এলাকায় এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ হোসেন ও জাতীয় পার্টির পলাশ শাখার আহবায়ক জাকির মৃধা।
মানববন্ধনে বক্তরা বলেন, ডাংগা বাজার থেকে ঘোড়াশাল পর্যন্ত সড়ক প্রসস্থকরণের জমি অধিগ্রহণের ঘাঘড়া মৌজার পূবালী বাজার থেকে ঘোড়াশাল বাজার পর্যন্ত একাধিক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় রয়েছে। এই স্থান দিয়ে সড়ক নির্মাণ হলে এলাকার অনকে ক্ষতি হবে। তাই নকশা পরিবর্তন করে অন্য স্থান নির্ধারণের মাধ্যমে সড়ক নির্মাণের আহ্বান জানান এলাকাবাসী।