শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

মেঘনায় বালু উত্তোলনের সময় বাল্কহেডসহ আটক ২৮

স্বদেশ ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মেঘনায় বালু উত্তোলনের সময় বাল্কহেডসহ আটক ২৮

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ ২৮ জন শ্রমিককে আটক করা হয়েছে। এ ছাড়া চাঁদপুরে অতিরিক্ত দামে ইলিশ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি টোব্যাকো কোম্পানিকে জরিমানা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার ও ৯টি বাল্কহেডসহ ২৮ জন শ্রমিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহারচর নামক স্থানে কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিলেস্নাল চাকমা। রাতে চাঁদপুর নৌপুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আটক ব্যক্তিরা চাঁদপুর, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বাল্কহেড ও ড্রেজারে অবস্থানকালে আটক করা হয়।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জহির জানান, আটক ব্যক্তিরা ফাঁড়ি হেফজাতে রয়েছে। তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা প্রক্রিয়াধীন।

এদিকে চাঁদপুরে ন্যায্যমূল্যের চেয়ে অতিরিক্ত দামে ইলিশ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে এই অভিযান চালানো হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযানে অতিরিক্ত মুনাফায় ইলিশ বিক্রির অভিযোগে ঘাটের মাছ ব্যবসায়ী মো. রিপনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে হেরিটেস টোব্যাকো কোম্পানিকে সরকারি রাজস্ব ফাঁকি, সিগারেটের ওপর নকল মনোগ্রাম ও বিভিন্ন সরঞ্জামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সেনাবাহিনীর একটি দল বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করে। এ অভিযানে ছিলেন লে. কর্নেল ফারহানা আফরিন, মেজর সাজ্জাদুর রহমান, ভৈরবের রাজস্ব কর্মকর্তা তাহমিনা আহম্মেদ ও কুলিয়ারচর থানার ওসি সারোয়ার জাহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে