দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ফরিদপুরে পূজা উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় মন্ডপ কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেওয়া হয় -যাযাদি
আসন্ন শারদীয় দুর্গাপূজার আয়োজন, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সারাদেশে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি জানান, খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, রিজিয়ন কমান্ডারের প্রতিনিধি জিটু আই মেজর মো. জাবির সোবহান মিয়াদসহ জেলা ও উপজেলা পর্যায়ে ফায়ার সার্ভিস, সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি, জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর পৌরসভার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পৌর কাউন্সিলর মাহমুদুল হক রেজা, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, ফরিদপুর পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল প্রমুখ। নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শফিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি ইশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা বিএনপির সদস্য শামীম রেজা চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, ছাত্র প্রতিনিধির সদস্য প্রমুখ। তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা শাখার সভাপতি সুব্রত চন্দ্র ভদ্র, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এক্যপরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র সরকার। এতে উপস্থিত ছিলেন, তারাকান্দা থানার সেকেন্ড অফিসার এসআই লিটন পাল, তারাকান্দার উপজেলার ৩৪ পূজামন্ডপ কমিটির সভাপতিগণ। শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শায় ল উপজেলা অডিটোরিয়ামে ইউএনও কাজী নাজিব হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, নাভারন সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির প্রমুখ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ওসি এনায়েত হোসেন। মঙ্গলবার উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের মানহর স্বর্গীয় হারাধন পালের বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও পালিয়াপাড়া গোপীনাথ জিও আখড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন। এ সময় মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির লোকজনের সঙ্গে মন্দিরের নিরাপত্তাসহ আইন-শৃঙ্খলা বিষয়ক বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফ উলস্নাহর সঞ্চালনায় ও আমির ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার দাশ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইসমাইল, আবদুর রহীম ছানুবী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঝন্টু কুমার দাশ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জোবায়ের আহমদ, পৌরসভা জামায়াতের আমির আবু তাহের, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা মহিউদ্দিন প্রমুখ। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মেজর মেহেদী। বক্তব্য রাখেন গলাচিপা থানার ওসি আশাদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পঙ্কজ দেবনাথ, উপজেলা জামায়াত ইসলামীর সভাপতি জাকির হোসেন, ইসলামী আন্দোলন গলাচিপা উপজেলা শাখার সভাপতি আবুবকর সিদ্দিক, গণঅধিকার পরিষদের পৌর শাখার আহ্বায়ক জসিম উদ্দিন হালিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ীতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার, গোদাগাড়ী প্রেস ক্লাবের সম্পাদক আব্দুল বাতেন, গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, সম্পাদক নয়ন কুমার শীল, আদিবাসী নেতা রাজকুমার শাও প্রমুখ। ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও নাহিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা আলী হোসাইন, ইন্দুরকানি থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক আলমগীর কবির মান্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, শিক্ষা অফিসার খলিলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত, উপজেলা দুর্নীতি কমিশনের সভাপতি হেলাল উদ্দিন গাজী প্রমুখ।