চার জেলায় অজ্ঞাত নারীসহ ৪ লাশ উদ্ধার
ডোমারে তেলের ড্রাম বিস্ফোরণে যুবকের মৃতু্য
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
নীলফামারীর ডোমারে তেলের ড্রাম বিস্ফোরণে এক যুবকের মৃতু্য হয়েছে। এছাড়া বগুড়া, ভোলার চরফ্যাশন, ময়মনসিংহের গফরগাঁও এবং শেরপুরের শ্রীবরদী থেকে নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত খবর-
ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে তেলের ড্রামের লিকেজ বন্ধ করার সময় বিস্ফোরণে সোহাগ আলী (৩২) নামের এক যুবকের মৃতু্য হয়েছে। সোহাগ আলী উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের লিচু তলা এলাকার পাটোয়ারী পাড়া গ্রামের ইরফান আলীর ছেলে।
গত মঙ্গলবার বিকালে উপজেলার চিলাহাটি বাজারের চৌরাস্তা এলাকায় আব্দুলস্নাহ হ্যাচারী অ্যান্ড ফিলিং স্টেশনে ওয়েল্ডিং মেশিনের সাহায্যে তেলের ড্রামের লিকেজ বন্ধ করার সময় এ বিস্ফোরণ ঘটে। সোহাগ আলী ওই পেট্রোল পাম্পটির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ফিলিং স্টেশনের তেলের ড্রাম লিকেজ ধরা পড়লে তা বন্ধ করতে ওয়েল্ডিং মিস্ত্রি ডাকা হয়। ওয়েল্ডিং মিস্ত্রি লিকেজ বন্ধ করার সময় পাশে দাঁড়িয়েছিলেন পেট্রোল পাম্পের ম্যানেজার সোহাগ। হঠাৎ বিকট শব্দে ড্রামটিতে বিস্ফোরণ ঘটলে সোহাগের একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় ও আরেকটি পা ভেঙে যায়। খবর পেয়ে চিলাহাটি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।
স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকা থেকে বুধবার গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ফাঁস দেওয়া ছিল। অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে।
পুলিশ জানায়, গড়মহাস্থান এলাকায় একটি গাছে ওই ব্যক্তির লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি জানিয়েছেন, এটি হত্যা না আত্মহত্যা তা তারা নিশ্চিত হতে পারেননি। তবে তারা লাশের পরিচয় উদ্ধারের চেষ্টা করছেন।
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত নারীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ হতে পারে। তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করেছেন অনেকে।
বুধবার উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীরে বাঁধ রক্ষা জিও ব্যাগের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে ভাটা পড়ার পর নারীর লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
চরফ্যাশন থানার ওসি বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা মেডিকেলের মর্গে পাঠানো হবে।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পরে আবু আনাস (১৭) নামে এক যুবক নিখোঁজের ৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার উপজেলার বারবাড়িয়া ইউনিয়ন চারিপাড়া বটতলা খেয়াঘাটে। নিখোঁজ আবু আনাস চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের সৌদী প্রবাসী সাইদুল ইসলামের ছেলে।
জানা যায়, সকাল ১০টায় বাড়ি থেকে গফরগাঁও আসার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পরে আবু আনাস নিখোঁজ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ব্রহ্মপুত্র নদে উদ্ধার অভিযান শুরু করে। পরে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল বিকালে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজের মরদেহ উদ্ধার করে।
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদীতে হাবিবুলস্নাহ (৩৫) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর খোশালপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে। মৃত হাবিবুলস্নাহ পার্শ্ববর্তী চিথলিয়া পাড়া গ্রামের শরাফত আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এনিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জানা গেছে, হাবিবুলস্নাহ দীর্ঘদিন ধরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হাবিবুলস্নাহ গভীর রাতে যে কোনো সময় টিউবওয়েলের পাশে আম গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ভোরে তার শালা বিলস্নাল হোসেন ওজু করার জন্য টিউবওয়েলে গেলে তার ঝুলন্ত লাশ দেখতে পান।