বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

চাঁদপুরে বাড়ছে ডেঙ্গু রোগী লার্ভা ধ্বংস কার্যক্রম শুরু

চাঁদপুর প্রতিনিধি
  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু লার্ভা ধ্বংস কার্যক্রম শুরু করা হয় -যাযাদি

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ফলে হাসপাতালের নিয়মিত রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

গত ১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এখনো পর্যন্ত আরও ১০ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে পুরুষ ওয়ার্ডে ৭ জন ও মহিলা ওয়ার্ডে ৩ জন রয়েছেন।

এদিকে সকালে চাঁদপুর পৌরসভা শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু লার্ভা ধ্বংস কার্যক্রম শুরু করেছে। এর আগের্ যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক একরামুল সিদ্দিক। এ সময় শহরের বিভিন্ন স্থানে পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা মশা মারার ফগার ম্যাশিন দিয়ে কার্যক্রম চালায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান জানান, 'প্রতিদিনই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের সচেতন হতে হবে। বাড়ি, অফিস এবং খোলা যায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।'

চাঁদপুর পৌরসভার প্রশাসক একরামুল সিদ্দিক বলেন, চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতি এখনো ভালো আছে। তবে সচেতন না হলে খারাপ পর্যায় চলে যাবে। নিজ নিজ দায়িত্বে সব পরিষ্কার করতে হবে। পৌরসভা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার স্টাফরা শহরের সব জায়গায় মশা নিধন ওষুধ ও ফগার মেশিন দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া আতঙ্ক নয় সচেতনতা, ডেঙ্গু নয় সুস্থতা এই সেস্নাগানে চাঁদপুর পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা লার্ভা ধ্বংসের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চাঁদপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি সচেতনামূলকর্ যালি বের হয়। এর পূর্বে পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌরবাসীর কাছে অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন, 'আপনার চারপাশে ডেঙ্গু মশার লার্ভা থাকতে পারে। আপনারা যদি চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখতে পারেন, তাহলে আমাদের জানান, আমরা ব্যবস্থা নেব। আপনারা ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। তাহলে আমরা পরিচ্ছন্ন কর্মী দিয়ে সহজে ডাস্টবিন থেকে ময়লা তুলে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে পারব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে