সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কর্মিসম্মেলন ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির জাতীয়তাবাদী পরিবারের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ 'জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের' কমিটি গঠনের লক্ষ্যে ব্রম্নকসের নীরব রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান শাহ রনের সভাপতিত্বে ও মো. সোলায়মানের সঞ্চালনায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সৈয়দ গৌছুল হোসেনকে সভাপতি ও মো. সোলায়মানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তিসহ তারেক রহমানের জন্য দোয়া করা হয়। মাঠকর্মীদের সম্মেলন ম বাগেরহাট সদর প্রতিনিধি বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে বিকেবির মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক দেবদাস সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিকেবি খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মুহাম্মদ মাজহারুল ইসলাম। সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিকেবির সহকারী মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, নিরীক্ষা কর্মকর্তা মো. আবু হাশেম মিয়া, মো. এনামুল হক, বাগেরহাট শাখা ব্যবস্থাপক হামিম শেখ, জাতীয়তাবাদী অফিসার্স ঐক্য ফোরামের তহা হোসেন। নবাগত ওসি ম লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় একটি বাল্যবিয়ে তার নিজ উদ্যোগে বন্ধ করলেন লৌহজং থানার নবাগত অফিসার ইনচার্জ হারুন অর রশিদ। সোমবার গোপন সংবাদে জানতে পারেন উপজেলার খিদিরপাড়া গ্রামের জুয়েল শেখের বাড়িতে একটি অপ্রাপ্ত বয়সের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। তাৎক্ষণিকভাবে তিনি গিয়ে ঘটনার সত্যতা পান, মুন্সীগঞ্জ জেলা সদরের ইসলামপুর গ্রামের মাসুদের ১৩ বছরের মেয়ে ইফাত মনির সঙ্গে লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের জুয়েল শেখের ১৯ বছরের ছেলে তাফিনের সঙ্গে এই বাল্যবিয়ের কার্যক্রম চলছে। তাৎক্ষণিকভাবে তিনি উভয় পক্ষকে সতর্ক করে বাল্যবিয়ে বন্ধ করে দেন। সভা অনুষ্ঠিত ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি বিশ্বম্ভরপুরে পিএফজি কর্তৃক আয়োজিত সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার কারেন্টের বাজার পরিবহণ শ্রমিক কার্যালয়ে উপজেলা পিএফজির আয়োজনে সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টর ফিল কো অর্ডিনেটর এসআইপিএস প্রজেক্টের মো. কুদরত পাশা। উপজেলা জাতীয় পার্টির নেতা (অব.) হাবিলদার মোরশেদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুস সাত্তার, বিএনপি নেতা ফুলু মিয়া, জাতীয় পার্টি নেতা শিবির আহমদ ও হুসাইন আহমদ। হুইলচেয়ার বিতরণ ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় কর্মরত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপি মিলনায়তনে মঙ্গলবার প্রতিবন্ধী শিশুদের মধ্যে ৭টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমা। প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু। অন্যান্যদের মধ্যে ছিলেন প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা ও সুরেশ কুমার রায়। ওয়ার্কশপ অনুষ্ঠিত ম ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংক পিএলসি, ধুনট শাখার আয়োজনে ধুনট মডেল মসজিদের হল রুমে বগুড়া সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার রশিদুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান। ধুনট সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনোয়ার হোসেনের সঞ্চালনায় রিসোর্সপারসনের বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার অতিরিক্ত পরিচালক রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, বগুড়া সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সিদ্দিকী। আলোচনা সভা ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি মেলার এবারের প্রতিপাদ্য 'ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলা ে দশ' এই প্রতিপাদ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশীয় ফল মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, নীল রতন রায়, তানিয়া রহমান। সভা অনুষ্ঠিত ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ গাইড লাইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে 'সিএলপিএ'র সহযোগিতায় ঝিনাইদহ পৌরসভার সম্মেলন পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধুর সভাপতিত্বে অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার নির্বাহী অফিসার মুস্তাক আহম্মেদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. বদর উদ্দীনসহ পৌরসভার কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন সাংবাদিক ফয়সাল আহমেদ, বসির আহাম্মেদ, ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার। প্রস্তুতিমূলক সভা ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নের ২৩৬টি পূজামন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের নিয়ে কাশিয়ানী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা হলরুমে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপ-সচিব নলীনি বসাক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, উপজেলা কৃষি অফিসার কাজী এজাজুল করিম, অফিসার ইনচার্জ মো. শফিউদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিরান মিয়া, হাতিয়াড়া ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস। মেলা উদ্বোধন ম সাঁথিয়া (পাবনার) প্রতিনিধি পাবনার সাঁথিয়ায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে স্বাধীনতা সোপানে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক ড. মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব গোস্বামী। এ সময় আরও ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সরোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদেরসহ বিভিন্ন এলাকার সুবিধাভোগী কৃষাণ-কৃষাণী ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। পোনামাছ অবমুক্ত ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি নড়াইলের কালিয়ায় ২০২৪-২৫ অর্থবছরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ১৭২৪ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ২০টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও পাটেশ্বরী বিলে এ মাছ অবমুক্ত করা হয়। এ সময় ছিলেন উপপরিচালক মৎস্য অধিদপ্তর খুলনা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা মৎস্য অফিসার নড়াইল এইচএম বদরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামান, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুলস্নাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান। কর্মশালা অনুষ্ঠিত ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের টঙ্গীতে নির্মল বায়ু নিশ্চিত ও জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকার সাদিয়া কমিউনিটি সেন্টারে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এ সময় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রামের এডভোকেসি ও ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মীর রেজাউল করিম, আইইউবিএটি'র পরিবেশ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস আহম্মেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন গাজীপুরের সহ-সভাপতি ইশরাত জাহান। মতবিনিময় সভা ম কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদীতে পিএফজির উদ্যোগে সহিংসতা নয় ঐক্যের বাংলাদেশ চাই এ স্স্নেস্নাগানকে সামনে রেখে সব প্রকার সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় বিভিন্ন অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রম্নপ'র পিস অ্যাম্বাসেডর জয়নাল আবেদীন মানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। পিএফজির অ্যাম্বাসেডর মোজাম্মেল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুলস্নাহ আল মামুন। বৃক্ষরোপণ কর্মসূচি ম জাবি প্রতিনিধি জাবিতে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ জাবি শাখার সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডলের সভাপতিত্বে বিভিন্ন জাতের ঔষধি, ফলজ ও ফুল গাছ লাগানো হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর এ কে এম রাশিদুল আলম। এ ছাড়া আরও ছিলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ফরহাদুর রেজা, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম জাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. ইউসুফ জামিল এবং বর্তমান কমিটির সদস্যরা। ত্রৈমাসিক সভা ম পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের বোদা উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নেটজ বাংলাদেশ এবং বিএমজেড'র নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। রোববার দুপুরে এসভিডি'র হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন বোদা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে সানজিনা সুলতানা। নাগরিক সমাজ সংগঠনের জেলা কমিটির সিএসও সদস্য মো. আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসভিডির নির্বাহী পরিচালক মিজানুর রহমান, দৃষ্টিদান'র নির্বাহী পরিচালক মনোরঞ্জন সরকার, যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিজলী রানী রায়, মাঠ সমন্বয়কারী সবুরা বেগম। মিলাদ মাহফিল ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাফিজ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক গোলাম হাফিজ বকুলের ২১তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইসলামপুর প্রেস ক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এস এম আব্দুল হালিম দুলাল। ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ লিটন ও এম শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল বাবুল, সাবেক সভাপতি মোরাদুজামান মেরাদ?, কোরবান আলী, এসএম হোসেন রানা। অটোরিকশা প্রদান ম সোনাগাজী (ফেনী) প্রতিনিধি ফেনী সোনাগাজীতে জামায়াতের উদ্যোগে মঙ্গলকান্দি ইউনিয়নে প্রতিবন্ধী পরিবারের স্বাবলম্বী করার অংশ হিসেবে একটি অটোরিকশা প্রদান করা হয়েছে। এ সময় ছিলেন ফেনী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, মঙ্গলকান্দি ইউনিয়ন আমির মাওলানা নুরুল ইসলামসহ স্থানীয় দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিরা। শিক্ষা উপকরণ বিতরণ ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি পাইকগাছার দেলুটি বন্যাকবলিত শিক্ষার্থীদের মধ্যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ খুলনার আয়োজনে মঙ্গলবার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিলনী বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ ৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (খুলনা) সহযোগী অধ্যাপক এসএম মোহাম্মদ উলস্নাহ, প্রভাষক সওগাতুল আলম, কালীনগর কলেজের সহকারী অধ্যাপক দীপক সরকারসহ ১০ জন শিক্ষার্থী। পুরস্কার বিতরণ ম সুজানগর (পাবনা) প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত, মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মাহাতাব উদ্দিন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। নতুন ওসি ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে হাবিবুর রহমান যোগদান করেছেন। ২০০৫ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। হাবিবুর রহমান সাবেক ওসি মো. আব্দুল কাদের মিয়ার স্থলাভিষিক্ত হয়ে সোমবারে থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি জামালপুর জেলার সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।