পার্বতীপুরে জনদুর্ভোগ লাঘবে কাঁচা রাস্তা পাকা করার দাবি
প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে জনদুর্ভোগ লাঘবে কয়েক যুগ আগের মাটির তৈরি কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। হাজারও মানুষের চলাচলের এই রাস্তাটি পাকা করার দাবি দীর্ঘদিনের। কিন্তু অজ্ঞাত কারনে এই কাঁচা রাস্তাটি আজও পাকা হয়নি। ফলে বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিরামপুর গ্রাম থেকে একই ইউনিয়নের বউবাজার থেকে কয়াপাড়া পর্যন্ত ২.৭৫ কিমি এবং হরিরামপুর থেকে গোমস্তাপাড়া পর্যন্ত ২ কিমি মোট ৪.৭৫ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা না করার ফলে জনদুর্ভোগ বেড়েছে। বর্ষা মৌসুমে কাদায় হেঁটে এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষকে কষ্ট করে যাতায়াত করতে হয়।
এলাকাবাসীর অভিযোগ স্বাধীনতার পর একের পর এক ইউপির চেয়ারম্যান, এ আসনের এমপি-মন্ত্রী পরিবর্তন হলেও তাদের রাস্তায় উন্নয়নের ছোঁয়া এখনো লাগেনি। এলাকাবাসী গুরুত্বপূর্ণ এ রাস্তাটি পাকাকরণের দাবি জোর দাবি জানিয়েছেন।