শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বগুড়ার ধুনটে কালো বাজারে বিক্রিকালে সরকারি চাল উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বগুড়ার ধুনটে কালো বাজারে বিক্রিকালে সরকারি চাল উদ্ধার

বগুড়ার ধুনটে কালোবাজারে বিক্রিকালে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৬০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৭টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের জহরুল ইসলামের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করে ধুনট থানা পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বাড়ির মালিক জহুরুল। তবে এ বিষয়ে চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু বলেন, ভিজিএফ কার্ডধারীদের যে চাল দেওয়া হয়, তা অনেকেই খেতে পারেন না। তাই বাধ্য হয়েই তা বিক্রি করে দেন কার্ডধারীরা। এই চাল আবার একটি অসাধু চক্র কিনে তা আবারো সরকারি খাদ্য গুদামে বেশি দামে বিক্রি করে।

এ বিষয়ে ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ জানান, কিছু ব্যক্তি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২ বস্তায় ৩৬০ কেজি চাল জব্দ করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রম্নত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে