শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ছাত্র আন্দোলনে শহীদ শাহাদাতের পরিবারকে জামায়াতের সহায়তা

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ছাত্র আন্দোলনে শহীদ শাহাদাতের পরিবারকে জামায়াতের সহায়তা

লক্ষ্ণীপুরের রামগতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রামগতির শাহাদাত হোসেনের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূইয়া উপজেলার আলেকজান্ডার কামিল মাদ্রাসার হলরুমে শাহাদাতে পিতা শাহাদাত হোসেনের হাতে সহায়তার টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্ণীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এআর হাফিজ উল্যাহ, রামগতি উপজেলা আমির মাওলানা আবদুর রহিম, পৌরসভার আমির মাওলানা আবুল খায়ের, সাবেক রামগতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডাক্তার মো. মোছলেহ উদ্দিন, সহায়তা প্রদান অনুষ্ঠানে শহীদ ও তার পরিবারের জন্য বিশিষ্ট ধর্মীয় আলোচক মাওলানা মাছুম বিলস্নাহ।

শাহাদাত হোসেনর পিতা আবদুল হাই জানান, তার ছেলে শাহাদাত হোসেন সে ঢাকার আশুলিয়া একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা যখন পদত্যাগ করে পালিয়ে যাচ্ছিলেন ঠিক তখন আশুলিয়া থানার পুলিশ ব্যাপক গুলিবর্ষণ করে। ওই সময় শাহাদাত ঘটনাস্থলে ছিলেন এবং সে মাথায় গুলিবিদ্ধ হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে