চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে ১২ রামদা উদ্ধার
প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম নগরের ইপিজেড? থানা এলাকায় একটি বাসায় লু?কিয়ে রাখা ১২টি রামদা ও হাঁসুয়া উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। সোমবার রাত ৯টায় আকমল আলী সড়কের খাসা মিয়া মোড়সংলগ্ন আলম মঞ্জিলের নিচতলার একটি বাসা থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে সেনা ও পুলিশ সদস্যরা আলম মঞ্জিল নামক ভবনের নিচতলার একটি ভাড়া কক্ষে তলস্নাশি চালান। সেই ঘর থেকে কিছু অস্ত্র উদ্ধারের পর তা দুটি পাটের বস্তায় করে নিয়ে যাওয়া হয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, এক ছেলে তার বন্ধুর বাসায় অস্ত্রগুলো রেখেছিল। তবে সেই ছেলেকে অভিযানকালে পাওয়া যায়নি। তাই বন্ধুর বাবাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানার ওসি আখতারুজ্জামান বলেন, কে বা কারা কি জন্য দেশীয় অস্ত্রগুলো রেখেছে সেটি এখনো জানা যায়নি। বিস্তারিত জানতে কাজ চলছে।