শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

নানা দাবিতে বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নানা দাবিতে বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার বেলা ১১টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পয়াগ নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, বুধল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ।

এতে বক্তারা বলেন, সরকারি স্কুলের তুলনায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা অনেক পিছিয়ে আছে। বেতন, বিভিন্ন ধরনের ভাতা, ডাক্তারি খরচসহ সবকিছুতে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাই বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে সব ধরনের বৈষম্যমুক্ত করার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে মাধ্যমিক শিক্ষক পরিবার। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি আশরাফুল ইসলাম। পরিচালনা করেন সদর উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি সাফায়েত আহমেদ। বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর হায়দার ফকির, লতিফা আব্বাছ মডেল আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল মোতালেব, প্রভাষক মাহাবুব আলম, মাধ্যমিক শিক্ষক পরিবারের পক্ষে তফাজ্জল হোসেন, শিক্ষক ফোরামের সদর সভাপতি আফজাল খান, সাধারণ সম্পাদক আবুল হাসান প্রমুখ।

স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা সদরের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

নীলফামারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুছার সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন কিসামত চড়াইখোলা দাখিল মাদ্রাসার সুপার কাজী আব্দুল আজিজ। বক্তব্য রাখেন রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মহাফিজুর রহমান, পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম রায় বাদল, ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক, ভাঙ্গামালিস্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাশ্বের রাশেদিন প্রমুখ।

লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেসরকারি শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাকসুদ আলম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ বক্তব্য রাখেন।

লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটে মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা আইয়ুব আলী বসুনিয়া, প্রধান শিক্ষক একরামুল হক সরকার, সহকারী শিক্ষক শেফালী বেগম। মানববন্ধনে জেলার সব বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নেন।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজারামপুর (এসইউ) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম, অম্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল আলম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজামেল হক, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, সিএস নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান কনক, সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর রাঙ্গাবালীতে বক্তব্য রাখেন উপজেলার সাজির হাওলা আকবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার সুলতানুর রহমান ও বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব হোসাইন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলার ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও উপজেলা জামায়াতে আমির মাওলানা মুহাম্মদ কবির হুসাইন, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিন নাসির প্রমুখ।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, 'মাত্র ১০০০ টাকা ভাসা ভাড়া (হাউস রেন্ট) পায় মাধ্যমিক স্তরের শিক্ষকরা। বাসা ভাড়া বাবদ যা পাই তা দিয়ে মুরগির খোঁপও ভাড়া পাওয়া যায় না। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকদের সঙ্গে সবসময়ই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমাদের আন্দোলনটা আজকের নয়, আমরা গত বছরও মাসব্যাপী আন্দোলন করেছি। প্রধান উপদেষ্টা বলেছেন শিক্ষকদের দাবি যৌক্তিক। বর্তমান সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল। আমরা আশা করছি বর্তমান সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। সরকারি স্কুলের শিক্ষক একই পদে অধীন হয়ে আমাদের নিয়ন্ত্রণ করবে এটা প্রত্যাশিত নয়। শিক্ষা প্রশাসনে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন আমাদের জন্য মানহানিকর।'

বৈষম্যদূরকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্বপর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শিক্ষকদের মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

মঙ্গলবার বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বাবুগঞ্জ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়স উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির বাবুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অবিনাশ চন্দ্র রায়, খানপুরা আলিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ জ ম শামসুল আলম, প্রধান শিক্ষক সেরাজুল হক, সাইদুর রহমান, অধ্যক্ষ আব্দুল হালিম, ইউসুফ আলী, মো. আলাউদ্দিন প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক। উপস্থিত ছিলেন উপজেলা গাবনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আবু হুরাইরা বাদশা প্রমুখ। শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রদান করা হয়।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক মামুনুর রশিদ ও মাদ্রাসা সুপার মওলানা মিজানুর রহমান।

বামনা (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার বামনায় প্রেস ক্লাবের সম্মুখ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার ২২টি বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বামনা সদর আর-রশীদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস আলী, উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, হলতা ডৌয়াতলা সমবায় বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন তালুকদার, লক্ষ্ণীপুরা দাখিল মাদ্রাসার সুপার মফিদুল ইসলাম, লাতাবুনিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান, খোলপটুয়া মাহমুদিয়া আলীম মাদ্রাসার প্রভাষক আবু বকর সিদ্দিক প্রমুখ।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় বেলা ১১টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন চলে। এরপর ইউএনও বিএম কুদরত-এ খুদার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে ছিলেন ভাঙ্গার তারাইল এএস আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. ইব্রাহিম, শরীফাবাদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, কাজী ওয়ালীউলস্নাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহউদ্দীন খান, মালিগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দীন, দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম আলী প্রমুখ।

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রেজাউল করিম, একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক বশির আহমেদ, সমিতির সাবেক সভাপতি মো. সোহেল, মজমের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুল আলম, জয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. আ. গণি প্রমুখ।

বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান, বিরলে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা আহ্বায়ক আনিছুজ্জামান মিলন। সমাপনী বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক ও কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান। উপজেলা শাখার সদস্য সচিব নাজমুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিরল মহিলা কলেজের সিনিয়র প্রভাষক মিজানুর রহমান, কাজিপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল হাকিম, দেওয়ানদীঘি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম, তেঘরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর ইসলাম জুয়েল, মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইদ্রিস আলী, প্রধান শিক্ষক মুকুল হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সুপারিন্টেন্ড্যান্ট নজরুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কস্থ বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা বীরেশ্বর বৈরাগী, আইয়ুব হোসাইন, সম আব্দুর রাজ্জাক, মোল্যা কবির হোসেন, হিরন্য চন্দ্র মন্ডল, সেলিম হালদার, জিএম শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম, মতিউর রহমান, রেখা মলিস্নক প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষক আইয়ুব আহমেদ।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে শিক্ষক আজিজুর রহমান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জিন্নাতুল ইসলাম, হাবিব উলস্নাহ্‌, শহিদুল ইসলাম, জুলেখা আক্তার, প্রধান শিক্ষক আতাউর রহমান খান, আব্দুল বারেক, বদরুল ইসলাম, ফজলুল হক, ইয়াকুব আলী নওয়াব, অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচির সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান ফকির। বক্তব্য রাখেন রাখেন প্রধান শিক্ষক মলিস্নক আব্দুল সত্তার, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, মাদ্রাসা সুপার মোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক প্রহলদ চন্দ্র হীরা, অধ্যক্ষ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষক মোতালেব হোসেন প্রমুখ।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপায় সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা নূতন জামে মসজিদসংলগ্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই, উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আবুল কালাম মো. সাঈদ, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত, সুহরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজা মিয়া, গুয়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন সবুজ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান আসমা প্রমুখ।

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দোয়েল চত্বরে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান বক্তা ছিলেন শিক্ষক সমিতির উপজেলা সভাপতি আবুল হাসান মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি মাকসুদুল হক টিটু। এ ছাড়া মানববন্ধনে অংশ নেন শিক্ষক নেতা খালেকুজ্জামান খালেক, নিয়ামত আলী, রেজাউল ইসলাম, জামিনুর রহমান, জামাল হোসেন প্রমুখ।

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সম্মিলিত শিক্ষক পরিষদের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন, সম্মিলিত শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাদশা, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতি?নি?ধি জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। এ ছাড়া তারুন্দিয়া জগৎ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশীদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শামসুল ইসলাম, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ ফারুক, রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক আকন্দ, মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুস সুলতান শাহীন প্রমুখ।

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, কচুয়ায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি সুপার্থ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সলীল বরণ পাইক, উপজেলা জামিয়াতুল মোদার্রেসিনের সভাপতি সাখাওয়াত হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, মোবাইদুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।

লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, লালপুর উপজেলা শিক্ষা পরিবারের ব্যানারে মঙ্গলবার উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, সহকারী শিক্ষা অফিসার শিউলী খাতুন, একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মদ শিবলী, বাংলাদেশ শিক্ষক সমিতি লালপুর সভাপতি ও গৌরীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জমিয়াতুল মোদার্রেসিন উপজেলা সভাপতি ও বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও রায়পুর জাফরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল করিম প্রমুখ।

মদন (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার মদনে মাধ্যমিক শিক্ষক সমিতির মদন উপজেলা শাখার সভাপতি আক্কাছ উদ্দিন বলেন, দেশের সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সঙ্গে সরকার বিমাতাসুলভ আচরণ করছে। অথচ এই স্তরে শিক্ষার ৯৬ ভাগ দায়িত্ব পালন করছেন বেসরকারি শিক্ষকরা। মাত্র ৪ ভাগ দায়িত্ব পালনকারীদের দেওয়া হচ্ছে সব সুযোগ-সুবিধা। এই পাহাড়সম বৈষম্য দূর করা সময়ের দাবি। একমাত্র সমাধান জাতীয়করণ।

জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মঞ্জুরুল হক খান বলেন, দেশে ৭ হাজার ৪৫৩টি ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে অনুদানভুক্ত মাত্র ১ হাজার ৫১৯টি অনুদানও দেওয়া হচ্ছে নামমাত্র। সংশ্লিষ্ট শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে।

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধনে উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কে আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক ও দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন প্রমুখ।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে বক্তব্য রাখেন নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দীন, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, মধুরহাইল্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বেপারী, বুড়িরহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সোহরাব হোসেন, মহিলা কলেজের প্রভাষক গোলাম রসুল রাজা প্রমুখ।

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইউনুস আলী শেখ, স?রোয়ার হো?সেন, মাওলানা ফরিদ আহ?ম্মেদ, নজরুল ইসলাম, হুমায়ুন কবির প্রমুখ।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধনে বক্তব্য রাখেন আবাদ তাকিয়া মোহাম্মাদিয় কামিল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, সুপার হারুন আল রশিদ, রমজান আলী প্রমুখ।

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুলস্নাহ আনছারী, খাজুরা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোশারফ হোসেন, সোনাপাতিল দাখিল মাদ্রাসার সহকারী সুপার আবুল কালাম শেখ, চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আজিজ, ঠাকুরলক্ষ্ণীকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম প্রমুখ।

পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে মানববন্ধনে বক্তব্য রাখেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার, ইছাখালী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সানেরবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম ও ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান নয়ন প্রমুখ।

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতিতে বক্তব্য রাখেন চর আলেকজান্ডার মডেল বালিকা পাইলট উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা সমন্বয়ক রিয়াজ উদ্দিন, চর আবদুলস্নাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, রাস্তার হাট হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুজ্জাহের, আলেকজান্ডার কামিল মাদ্রাসারা সহকারী মৌলভী মাওলানা আবদুর রহিম, চর মেহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান ইলিয়াস প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সলিম উদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম। বক্তব্য রাখেন গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, দেবই কাজীরবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ বশির আহমেদ শাহরিয়ার, চনপাড়া আল আরাফা মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক, মর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা আ ন ম বোরহান উদ্দিন, সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল আমিন প্রমুখ।

সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা মাধ্যম মিরাজ আলী, নারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহ্‌ মো. হাবিবুলস্নাহ প্রমুখ।

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে মানববন্ধনে শিবপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীবের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরাইল উপজেলা শিক্ষক সমিতি (বিটিএ)'র সভাপতি শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সরাইলের হিসাবরক্ষক আবুল হাসেম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন- বিটিএ সাধারণ সম্পাদক সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও জমিয়তুল মোদার্রেছিন বাংলাদেশ উপজেলা সভাপতি ও সুপারিনটেনডেন্ট, সরাইল রাহমাতুলিস্নল আলামিন দাখিল মাদ্রাসা আবু আক্কাছ হায়দার।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে ইউএনও'র পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ভিটিপাড়া কোব্বত হামিদ কাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোড়ল, বিন্দুবাড়ি গাউছুল আজম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, কাওরাইদ কালি নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান নাজমুল, ভাংনাহাটি বালিকা দাখিল মাদ্রাসার সুপার বশির আহম্মদ মোমতাজি, হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সালাহউদ্দিন আহমেদ, আক্তাপাড়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক আবুল হাশেম প্রমুখ।

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে মানববন্ধনে বক্তব্য রাখেন মঙ্গলকান্দি কালিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উলস্নাহ, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুল রহমান চৌধুরী, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে