ফরিদপুরের ভাঙ্গায় ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯২তম আত্মহুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভাঙ্গা পৌরসভার কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তার জীবন ও কর্মের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদা হোসেন।
প্রধান অতিথির বক্তৃতা করেন ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উলস্নাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির, বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া ইসলাম, ঋতৃকা সাহা, অংকিতা, রাবেয়া সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের ফরিদপুর জেলার সমন্বয়কারী সজল বাড়ৈ। বক্তারা প্রীতিলতার আদর্শ ধারণ করে নারী অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।