শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

স্বর্ণের বারসহ ৫ জেলায় আটজন গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বর্ণের বারসহ ৫ জেলায় আটজন গ্রেপ্তার

স্বর্নের বারসহ পাঁচ জেলা থেকে আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কুড়িগ্রামের নাগেশ্বরী, গাইবান্ধা, যশোরের শার্শা, নেত্রকোনার দুর্গাপুর ও সিলেটের কানাইঘাটে থেকে এসব অপরাধীদের গ্রেপ্তার করা হয়। প্রতিনিদিদের পাঠানো খবরে বিস্তারিত-

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনলাইন ক্যাসিনো সম্রাট মাইনুল ইসলাম (২৭) যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন। মাইনুল উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। গত সোমবার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাগেশ্বরী থানার ওসি রুপকুমার সরকার বলেন, মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় প্রাইভেটকারে লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিলসহ মুক্তা আক্তার পাখি (২২), নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছের্ যাব। মঙ্গলবার সকালে গাইবান্ধার্ যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার রাতে উপজেলার ঝাউলার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুক্তা আক্তার লালমনিরহাটের হাতিবান্দা থানার পশ্চিম সাড়াডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী।

ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম জানান, এ ঘটনায়র্ যাব বাদী হয়ে সাদুল্যাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে মাদক অধিদপ্তর ময়মনসিংহ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে এক হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির প্রায় ৪০ হাজার টাকাসহ মোশারফ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোশারফ হোসেন উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া কোনাপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক রহমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একহাজার ইয়াবাসহ মোশারফ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী মিকিরপাড়া এলাকায় আবারও ভারতে পালিয়ে যাওয়ার সময় ৪ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার তাদের ডোনা বিজিবি ক্যাম্পের জওয়ানরা মিকিরপাড়া সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় আটক করে। আটকরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরকোচিয়া গ্রামের মান্নান মোলস্নার ছেলে আজগর মোলস্না, শেখ আক্তারের ছেলে মিজানুর রহমান, তার ভাই বজলার শেখ, আব্দুর রহমানের ছেলে শাখাওয়াত কবির।

পরে আটকদের বিজিবি সদস্যরা ডোনা বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিচয় নিশ্চিত করে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আটকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করছে।

শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শার আমড়াখালি থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বারসহ মাহফুজ মোলস্না নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার তাকে আটক করা হয়। আটক মাহফুজ মোলস্না নড়াইল জেলার বড়দিয়া এলাকার হাসমত মোলস্নার ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট সাইফুলস্নাহ সিদ্দিকী জানান, বেনাপোল ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মাহফুজ নামে একজনকে আটক করে। পরে তাদের দেহ তলস্নাশি করে সাড়ে ৪ কেজি ওজনের ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৯টি সোনার বার জব্দ করা হয়। বিজিবি তার বিরুদ্ধে থানায় মামলা করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে