চট্টগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ায় একজনের মৃতু্য হয়েছে। এছাড়াও ফরিদপুরের সালথায় ও গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মৃতু্য হয়েছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানিয়েছে, চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতুর গোলচত্বরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এতে দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃতু্য হয়েছে এবং ১৬ জন আহত হয়েছেন। সোমবার রাত ১১টা নাগাদ সেতুর উত্তর প্রান্তে গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন বিকাশ চৌধুরী (২৪)। আহতরা হলেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরকল এলাকার এখলাছুর রহমান (৬০), মো. নিজাম (২৩) কক্সবাজারের মো. হোসেনের ছেলে, মো. রফিক (৪০) বিজয়নগর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে, মো. মতিয়ার (৪৫) চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ষোলশহর সালাম কলোনির মৃত সৈয়দ আলীর ছেলে, কাঞ্চন মোলস্না (৪৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ফজলুল হক মোলস্নার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজের চাক্তাই গোল চত্বর এলাকায় দুর্ঘটনায় আহত অবস্থায় ১৭ জনকে মেডিকেলে আনা হয়েছে। তার মধ্যে ১ জন মারা গেছেন। ১৬ জনন আহত অবস্থায় ভর্তি আছেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুলস্নাহ বলেন, 'ট্রাকটি সম্পূর্ণ হোটেলের ভেতর ঢুকে যায়। আমরা ঘটনাস্থল থেকে একজনকে মৃত এবং একজনকে জীবিত উদ্ধার করি। ট্রাকটি রেকার দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।'
সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো. আনিচুর রহমান (৬০) ও কলা ব্যবসায়ী মো. ফারুক সেখ (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা আনিচুর রহমান উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মাওলানার ছেলে। মাওলানা আনিচুর ৫ ছেলে ও এক কন্যা সন্তানের জনক। অপরজন ফারুক হোসেন একই ইউনিয়নের ভাওয়াল গ্রামের মো. পান্নু শেখের ছেলে। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান সাংবাদিকদের বলেন, 'স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে দেখি দুইজন নিহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকে আহত অবস্থায় একজন আটকা পড়ে ছিল। আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই হেলাল মিয়া নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলেসহ আরও ৪ জন।
মঙ্গলবার ভোরের দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার টেংরা রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল মিয়া (৫০) পৌর এলাকার লোহাগাছ গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহতরা হলেন নিহত হেলাল মিয়ার ছেলে সুমন মিয়া, কাঁচামাল ব্যবসায়ী জালাল উদ্দিন, আহসান উলস্নাহ ও সিএনজি চালক বোরহান।
নিহতের ছেলে সুমন মিয়া বলেন, 'মঙ্গলবার ভোরের দিকে মাওনা চৌরাস্তার কাঁচামালের আড়ত থেকে মাল কিনতে ওই সিএনজি নিয়ে শ্রীপুর চৌরাস্তা থেকে আমরা ৪ জন রওনা দেই। শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের কিছুদূর টেংরা রাস্তার মোড়ে যেতেই সামনে থেকে বেপরোয়া গতির একটি বাস আমাদের বহনকারী সিএনজিকে মুখোমুখি চাপা দেয়। এতে সিএনজিতে থাকা আমার বাবা মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'
তিনি আরও বলেন, 'বাসটির সামনের লাইট ছিল না এবং চালক রং সাইটে গিয়ে আমাদের সিএনজিকে চাপা দিয়েছে।'
শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার উপপরিদর্শক সোহেল রানা বলেন, 'সড়ক দুর্ঘটনার বিষয়ে কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।'