'পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না'
প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বরিশাল অফিস
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, 'পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। ভক্ত ও দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।' মঙ্গলবার বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী সপ্তাহের মধ্যেই প্রতিটি মন্দিরে সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। পূজা এলাকা ও মন্ডপের নিরাপত্তার জন্য সিসি অথবা আইপি ক্যামেরা নিশ্চিত করতে হবে। এ ছাড়া ভক্তবৃন্দদের নিরাপত্তার কথা বিবেচনা করে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্তি হাজং, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, সেনাবাহিনীর মেজর হাফিজ ও রাশেদ, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা।