বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, রাঙামাটি
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রাঙামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান -যাযাদি

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ৩ দিনের জন্য সব পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আইন-শৃঙ্খলা সভায়।

মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, 'খাগড়াছড়ি ও রাঙামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাঙামাটির সাজেকে ৮শ' পর্যটক আটকা পড়েছিল। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সাজেকে আগামী ৩ দিন সব ধরনের পর্যটকদের না যাওয়ার জন্য আমরা নিরুৎসাহিত করছি।'

আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরও বক্তব্য রাখেন রাঙামাটি পুলিশ সুপার ফরহাদ হোসেনে, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্যাহ, রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাম এলজিইডির নির্বাহী আহমদ শফিসহ অন্য কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সভায় নেতারা বলেন, রাঙামাটি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব সম্প্রদায়কে নিয়ে কমিটি গঠন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে