স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের প্রসিকিউশন টিমে যোগ দেবেন না বলে মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছেন আইনজীবী মিজানুল ইসলাম। সোমবার সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে মামলা পরিচালনার জন্য চিফ প্রসিকিউটরসহ পাঁচজন প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য ইন্টারনেশনাল ক্রাইমস (ট্রাইবু্যনালস) অ্যাক্ট, ১৯৭৩ এর ৭ সেকশন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে মামলা পরিচালনার জন্য চার আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের প্রত্যেকের নামের বিপরীতে উলিস্নখিত পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা) হিসেবে নিয়োগ দেওয়া হয়।