শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রামচন্দ্রপুরের লালন আখড়া ভেঙে দিল তৌহিদী জনতা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রামচন্দ্রপুরের লালন আখড়া ভেঙে দিল তৌহিদী জনতা

পাবনার আটঘরিয়ায় রামচন্দ্রপুরের লালন আখড়া ভেঙে দিয়েছে তৌহিদী জনতা। রামচন্দ্রপুর গ্রামে মসজিদের পাশে টং তুলে লালনের আখড়া তৈরি করে গভীর রাত পর্যন্ত চলত পুরুষ-মহিলার গান-বাজনা ও গাঁজা সেবন। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার তৌহিদী জনতা ওই আখড়া ভেঙে বন্ধ করে দেয়।

গ্রামবাসী ও মসজিদের মুসলিস্নদের অভিযোগ, প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই আখড়ায় গাঁজা সেবন ও বিক্রি করা হতো। এ ছাড়াও লালন ভক্তদের গান বাজনায় পাশের মসজিদে নামাজ পড়া দুরূহ ছিল। এখানে চলছিল অনৈতিক কার্যকলাপ। এতে এলাকায় মাদকসেবির সংখ্যা বেড়েই চলছিল।

মুসলিস্নদের অভিযোগ, এসব কারণে এলাকাবসী রামচন্দ্রপুরের ওই লালন আখড়ার বিরুদ্ধে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকত, থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দেয়। একবার শুধু থানা থেকে তদন্ত ছাড়া আর কোন কাজ না হওয়ায় তৌহিদী জনতা ও সাধারণ মানুষ এই আখড়া বন্ধের উদ্যোগ নিয়ে সম্মিলিতভাবে ভেঙে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে