শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

'জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে গরিবের অস্তিত্ব থাকবে না'

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
'জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে গরিবের অস্তিত্ব থাকবে না'

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, 'বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী, শ্রমিক, দিনমজুর। বিগত দিন কোন সরকার তাদের কষ্ট বোঝেনি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এ দেশে গরীবের অস্তিত্ব থাকবে না।'

সিলেটের গোলাপগঞ্জে ইউনিয়নে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র আন্দোলন শহীদদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল এবং আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আজিজ জামালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা আব্দুর হান্নান, এসিসট্যান্ট সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল আল হোসাইন, উপজেলার সাবেক চেয়ারম্যান, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেহান উদ্দিন রায়হান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান এস এম আব্দুর রহীম, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য রাসেল আহমদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে