খুলনার ডুমুরিয়ায় জনস্বার্থে আজ থেকে সব নদী-খাল-বিলসহ ঘেরে মাছ ধরা বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী টানা ভারী বর্ষণে ডুমুরিয়া উপজেলার অধিকাংশ এলাকা পস্নাবিত হয়ে পড়ে। পানি উন্নয়ন বোর্ডের সব গেট অকার্যকর থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে আছে। ভেসে গেছে হাজার হাজার মাছের ঘের।
অধিকাংশ বিলের মাছের ঘের সব একাকার হয়ে গেছে। যে কারণে জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পস্নাবিত ঘের ও খাল-বিলে মাছ ধরা নিষেধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সব উন্মুক্ত জলাশয়সহ পস্নাবিত ঘেরগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা নিষেধ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ১৪টি ইউনিয়নে মাইকিং করে বিষয়টি জানানো হবে।