বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ
প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃক কয়লা উত্তোলনের ফলে সৃষ্ট ভূ-কম্পনজনিত কারণে অধিগ্রহণকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্ত গ্রামের অধিবাসীদের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ শুরু হয়েছে। গত রোববার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ শুরু হয়। আগামী ২ সপ্তাহ ধরে এই চেক বিতরণ কার্যক্রম চলবে।
জানা গেছে, রোববার দুপুরে বড়পুকুরিয়া এলাকার পাতিগ্রামে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃক কয়লা উত্তোলনের ফলে সৃষ্ট ভূ-কম্পনজনিত কারণে অধিগ্রহণকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর অধিবাসীদের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বিতরণ অনুষ্ঠান উদ্বোধনী দিনে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের পক্ষে চেক বিতরণ করেন চেক কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান হাওলাদার। উপস্থিত ছিলেন চেক বিতরণ কমিটির সদস্য সচিব ও ব্যবস্থাপক আক্কাছ আলী, সৈয়দ ঈমাম হোসেন প্রমুখ। দীর্ঘদিন পর হলেও ক্ষতিগ্রস্তরা চেক পাওয়ায় আনন্দিত হন। চেক প্রদান কার্যক্রম আগামী ২ সপ্তাহ ধরে চলবে বলে জানা যায়।