বগুড়ার শীর্ষ সন্ত্রাসী সাগর ও তার সহযোগীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে, পাবনায় চাচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে, জেলার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে যুবককে, রাজবাড়ীরর গোয়ালন্দে চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে এবং ফরিদপুরের ভাঙ্গায় এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও পানিতে ডুবে, বিদু্যৎস্পৃষ্টে ও সাপের দংশনে ছয় জেলায় আরও সাতজনের মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
স্টাফ রিপোর্টার, বগুড়া ও জেলা প্রতিনিধি জানিয়েছেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার সহযোগী স্বপন আহমেদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে আরও একজনের হাতের কব্জি উদ্ধার করেছে পুলিশ। তবে কব্জি হাড়ানো ব্যক্তি কে বা তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা কেউ জানেন না। এই হত্যা ঘটনার পর থেকে ওই এলাকা নিস্তব্দ হয়ে গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি। গত রোববার সন্ধ্যায় শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের সাবরুল বাজার থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে ছোট মন্ডলপাড়া এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে। নিহত সাগর সাবরুল এলাকার গোলাম মোস্তফার ছেলে ও স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
জোড়াখুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী ছুটে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাগর তার বাহিনীর সদস্যদের নিয়ে মোটর সাইকেলে যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলে আসা একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে সাগর ও তার দুই সহযোগীকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সাগর ও স্বপন নিহত হন। স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, পুলিশের তালিকায় সাগর একজন শীর্ষ সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটতে পারে। পুলিশের একাধিক টিম ঘটনা উদঘাটন করতে কাজ করছে। শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
পাবনা প্রতিনিধি জানান, পূর্ববিরোধের জেরে পাবনা সদর উপজেলার ভাড়ারায় আপন চাচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার ভাড়ার ইউনিয়নের চিথুলিয়া ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। নিহত চাচা সাইদুল ইসলাম (৫০) সদর উপজেলার চর বলরামপুর গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে। অভিযুক্ত ভাতিজা তালহা ও তামিম একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ভাড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান জানান, কিছুদিন আগে পূর্ববিরোধের জেরে সাইদুল ইসলাম তার বড় ভাই মোহাম্মদ আলীকে মারধর করেন। সেই ঘটনায় থানায় মামলাও হয়েছে। রোববার সন্ধ্যায় কাজ থেকে ফিরছিলেন সাইদুল। পথে চিথুলিয়া ব্রিজের ওপরে মোহাম্মদ আলীর দুই ছেলে তালহা ও তামিম তাকে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মারা যান সাইদুল।
পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত রোববার সাঁথিয়ার গোপালপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার ছাতকবরাট গ্রামের শাহাদতের ছেলে আরিফুল ইসলাম (২৭)।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাঁথিয়ার গোপালপুর গ্রামের সঙ্গে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের সংঘর্ষে একজন আহত হন। ওই সংঘর্ষকে কেন্দ্র করে রোববার সাঁথিয়ার ছাতক বরাট গ্রামের আরিফুল ইসলামকে গোপালপুর ব্রিজসংলগ্ন স্থান থেকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গেয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দে সর্বহারা (চরমপন্থী) নেতা সুশীল সরকারকে (৫৭) গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার সন্ধ্যায় উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালি বাজারে এ ঘটনা ঘটে। নিহত সুশীল সরকার ছোট ভাকলা ইউনিয়নের পশ্চিম হাউলিকেউটিল এলাকার মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
জানা যায়, সন্ধ্যায় স্থানীয় কাটাখালী বাজারের তিন রাস্তার মোড়ে ইমদাদের চায়ের দোকানে বসে চা পান করছিলেন সুশীল। এসময় একদল অস্ত্রধারী পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে। পরে মৃত ভেবে চলে যায়।
নিহতের ভাই সুনীল সরকার বলেন, 'খবর পেয়ে বাজারে গিয়ে দেখি কাটাখালী বাজারের সব দোকানোট বন্ধ। আমার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে এলে ডাক্তার জানান, আমার ভাই মারা গেছে।'
গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই সুনীল সরকার রোববার রাতেই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের দায়ী করে হত্যা মামলা করেছেন।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় প্রকাশ্যে এক মুদি দোকানিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আকবর খরাতি (৫৫)। এ হত্যাকান্ড নিহতের স্ত্রীর সাবেক স্বামী রমজান মাতুব্বর (৫৪) ঘটিয়েছেন বলে স্বজনরা অভিযোগ করেছেন। নিহত আকবর খরাতি ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহলস্নার কলম খরাতির ছেলে। গত রোববার পৌরসভার ১নং ওয়ার্ডের খারাকান্দি মহলস্নার ওই নারীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভাঙ্গা পৌরসভার খারাকান্দি মহলস্নার আব্দুল হাইয়ের মেয়ে আসমা আক্তারের (৪৪) সঙ্গে ২৩ বছর আগে একই মহলস্নার রমজান মাতুব্বরের (৫৪) বিয়ে হয়। ৮ বছর সংসার করেন এ দম্পতি। এরপর গত ১৫ বছর আগে আসমার সঙ্গে তার তালাক হয়। পরে পাশের হাজরাহাটি মহলস্নার আকবরকে বিয়ে করেন আসমা। ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব আলী বলেন, 'আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, আসমার আগের স্বামী আকবরকে হাতুড়ি দিয়ে প্রথমে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। গুরুতর আহত আকবরকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকালে তার মৃতু্য হয়।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের হাইমচর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে মেঘনা নদীতে ডুবে আপন ভাই-বোনের মৃতু্য হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার নীলকমল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঈশাবালা মাছঘাট এলাকায় মেঘনা নদীর একটি শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ। মৃত মোহাম্মদ হোসেন (৮) ও মরিয়ম আক্তার (৬) ওই গ্রামের ঈশানবালা বাজারের ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ রতনের সন্তান।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের শৈলকুপার দুধসর গ্রামে নিখোঁজের তিনদিন পর আইরিন আক্তার তিথি (১৭) নামের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আশরাফ হোসেনের মেয়ে এবং রাবেয়া খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
শৈলকুপা থানার ওসি সফিফুল ইসলাম চৌধুরী বলেন, গত শুক্রবার সন্ধ্যায় একটি ফোনে কথা বলে ঘর থেকে বের হয় তিথি। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রোববার সন্ধ্যায় বাড়ির পাশের একটি বাগানে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। মৃতদেহের গলায় ওড়না পেঁচানো ও মুখ বিকৃত ছিল। নিহতের বাবা আশরাফ হোসেন জানান, 'আমার মেয়েকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।'
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, গরুকে গোসল করাতে নদীতে গিয়েছিল মা-মেয়ে। একপর্যায়ে গরুর রশি পায়ে পেঁচিয়ে মেয়ে নদীতে পড়ে গেলে তাকে বাঁচাতে মা নদীতে ঝাপ দেন। স্থানীয়দের সহায়তায় মেয়ে প্রাণে বেঁচে গেলেও মারা যান মা। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে গত রোববার বিকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল এলাকার সোমেশ্বরী নদীতে।
নিহত ব্যক্তির নাম রেজিয়া খাতুন (৬০)। আর মেয়ে শিশু মিম (১১)। তারা উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী ও মেয়ে। জানা গেছে, বিকালে গরুকে গোসল করানোর জন্য বাড়ির পাশে সোমেশ্বরী নদীতে যান রেজিয়া। সঙ্গে গিয়েছিল মেয়ে মিম। একপর্যায়ে গরুর রশি পায়ে পেঁচিয়ে নদীতে পড়ে যায় মিম। তাকে বাঁচাতে মা রেজিয়া ঝাপ দিলে পানিতে ডুবে যান তারা।
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে বাড়িতে বিদু্যতের লাইনে কাজ করার সময় বিদু্যৎস্পৃষ্ট হয়ে হাফিজুল ইসলাম (৩৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃতু্য হয়েছে। সোমবার সকালে উপজেলার গন্ডবিল (কালুপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে আফজল মিয়া (২২) নামে এক যুবক বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলা দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামে। নিহত আফজাল হোসেন জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের মিলন মিয়ার ছেলে। জানা যায়, রাতে উপজেলা জালালপুর ইউনিয়নের কাজির বাজারের পাশে কলা বাগানে প্রস্রাব করতে গেলে বিষধর সাপ আফজলের পায়ে কামড় দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা অবস্থা অবনতি হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।