মুকসুদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবনিযুক্ত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান -যাযাদি
গোপালগঞ্জে নব-যোগদান করা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান মুকসুদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসন হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। মুকসুদপুর ইউএনও মোহাম্মদ আজিজুর রহমানের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান নুর, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল, মুকসুদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক হায়দার হোসেন, সহ-সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী ওহিদুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'দেশে চলমান পরিস্থিতি এবং সংকট মোকাবিলায় আমাদের এক সঙ্গে কাজ করতে হবে। গোপালগঞ্জকে একটি স্বচ্ছ জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো। সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে আমি আশা করছি।'