শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
সুজানগরে মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চার জেলায় নানা দাবিতে মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পাবনার সুজানগরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল -যাযাদি

সুজানগরে মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, চার জেলায় নানা দাবিতে মানববন্ধন করেছে ছাত্রছাত্রী, অভিভাবকরা, সহকারী শিক্ষকরা, অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, গ্রাহক সেবা সমন্ব্বয় কমিটি। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সুজানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম ও সংবাদকর্মী রুবেলসহ ৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, বাংলাদেশ বিদু্যৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) কর্মরত উপ-সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তারের বদলির আদেশ পুনঃবিবেচনার জন্য মানববন্ধন করেছে পিডিবির আওতাধীন গ্রাহক সেবা সমন্ব্বয় কমিটি। সোমবার দুপুরে শহরের পিডিবির কার্যালয়ের সামনে কমরেড পিযুস চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যাকসের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহবাজ চৌধুরী, ব্যবসায়ী নেতা আব্দুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল ফজল, সাবেক কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, ক্রীড়া সংগঠক ইব্রাহিম খলিল সোহেল প্রমুখ। মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে ইজিবাইক চালক রায়হান কবির মিলন হত্যাকান্ডে জড়িত গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারে দিনাজপুর-বগুড়া আঞ্চলিক সড়কে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রানীগঞ্জ বাজার শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলামসহ অনেকে।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহী বাঘায় মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এক সহকারী শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণ করায় মাধ্যমিক শিক্ষা অফিসার আ.খ.ম হাসানের অপসারণের দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যানার ও ফিস্টুন নিয়ে উপজেলা সদরে এসে আ.খ.ম হাসানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করলে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসার আ.খ.ম হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে মিছিলকারীরা শান্ত হয়।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এক দফা দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনের মহাসড়কে মানববন্ধনে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. সেলিম মাহমুদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন মলিস্নক, দশম গ্রেড বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. গাজী মশিউর রহমান, মো. শামিম আহমেদ নাসির মোলস্না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে