শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
দুই জেলায় আরও আটক ৩

হবিগঞ্জে সাংবাদিক হত্যা মামলার আসামি সাবেক ওসি গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
হবিগঞ্জে সাংবাদিক হত্যা মামলার আসামি সাবেক ওসি গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর থেকে সাংবাদিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে টাস্কফোর্স। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় তৈরি ওয়ান শু্যটারগান, গুলি ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছের্ যাব এবং পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

হবিগঞ্জ প্রতিনিধি জানান, সিলেট কোতয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিনকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেপ্তার করেছে টাস্কফোর্স। রোববার মধ্যরাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঈন উদ্দিন সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার ৬নং এজাহারভুক্ত আসামি।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নামে মামলা রুজু করে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার আসামি রুবেল ভূঁইয়া ২৮ মিনারকুট গ্রামের লিটন ভূঁইয়ার ছেলে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় তৈরি ওয়ান শু্যটারগান ও গুলিসহ দুইজনকে আটক করেছের্ যাব-৬। গত রোববার বিকালে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- যশোরের কোতয়ালী থানার শালীআট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাত হোসেন (২৮) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৪৮)। এ ঘটনায়র্ যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আসামিদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে