মানিকছড়িতে টায়ার জ্বালিয়ে জুম্ম ছাত্র-জনতার সড়ক অবরোধ

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে টায়ার জ্বালিয়ে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন অবরোধকারীরা -যাযাদি
পার্বত্য জেলায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকে চলছে ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি। খাগড়াছড়ির মানিকছড়িতে তৃতীয় দিনের মত সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে অবরোধকারীরা। সোমবার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জামতলা, গবামারা ও বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সদরের মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা। অবরোধ চলাকালীন সময় সড়কটিতে প্রায় দুই ঘন্টা যান চলাচলা বন্ধ ছিল। তবে রোগী বহণকারী সিএনজি, অ্যাম্বুলেন্স ও জরুরী যান চলাচল ছিল স্বাভাবিক। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে। মানিকছড়ি থানার ওসি ইকবাল উদ্দিন জানান, বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকে ৭২ ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ পালনের চেষ্টা করলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।