ছাত্র আন্দোলনে নিহতদের বাড়ি গেলেন মাদারীপুরের জেলা প্রশাসক

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
ছাত্র আন্দোলনে নিহত দীপ্তর পরিবারকে সমবেদনা জানান মাদারীপুর জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার -যাযাদি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারগুলোতে সহমর্মিতা জানাতে তিন জনের বাড়িতে গেলেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার। সোমবার পৌর শহরের দরগা খোলা এলাকায় নিহত দীপ্ত দে'র বাসায় যান। পরে নিহত শহীদ রোমান বেপারী ও তাওহীদ সন্নামাতের বাড়িতেও যান তিনি। গত ১৮ জুলাই কোটাবিরোধী ছাত্র আন্দোলনে মিছিল নিয়ে পুরাতন কোর্ট এলাকায় যাচ্ছিলেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ ও তৎকালীন সরকারের রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এতে অনেক শিক্ষার্থী শকুনী লেকে পড়ে যায়। পরে লেকের পানি থেকে দীপ্ত দে'র মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন ১৯ জুলাই যুব উন্নয়ন কেন্দ্রের সামনে ছাত্র-জনতার সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে রোমান বেপারী ও তাওহীদ সন্নামাত নামে দুইজন মারা যায়। এই তিন পরিবারকে সান্বত্মনা জানাতে তাদের বাড়ি যান জেলা প্রশাসক। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমেরী হক, তানিয়া ফেরদৌস, ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম প্রমুখ। নিহত পরিবারগুলোকে ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে জেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও আর্থিক সহযোগিতার প্রতিশ্রম্নতিও দেন জেলা প্রশাসক।