সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
মাহফিল অনুষ্ঠিত \হভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার আয়োজনে জনাকীর্ণ পরিবেশে সিরাতুন নবী (সা:)মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব উপজেলার ভেড়ামারা বাজারস্থ ঈদগাহ ময়দানে ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি ডা. মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং মাও, মো. কুতুব উদ্দিনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সহকারী তারাবিয়াত সেক্রেটারি ও জামায়াতে ইসলামী মনোনীত পাবনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাও. আলী আছগার। দ্বিতীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির ডা. মাও. মহির উদ্দিন, ভাঙ্গুড়া উপজেলা নায়েবে আমির মাও. মো. মজিবর রহমান। বিদায় সংবর্ধনা \হকলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি কলারোয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্তকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন ঠিকাদাররা। শনিবার রাতে উপজেলা পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় এলজিইডির হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র ঠিকাদার হাজী রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত। ঠিকাদার শেখ ফরহাদ হোসেন তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন ঠিকাদার সাইফুল ইসলাম বাবু, এমএ রব শাহীন, নাজমুল হোসেন, রমজান আহমেদ প্রমুখ। নতুন ওসি ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি ফেনীর পরশুরাম মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ নুরুল হাকিম। গত বৃহস্পতিবার রাতে পরশুরাম মডেল থানায় যোগদান করে দায়িত্ব বুঝে নেন তিনি। মোহাম্মদ নুরুল হাকিম ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের পর পুলিশের বিভিন্ন শাখায় এবং সর্বশেষ সিআইডিতে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। মোহাম্মদ নুরুল হাকিম ব্যক্তি জীবনে বিবাহিত। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি কক্সবাজার জেলার রামু থানার বাসিন্দা। মতবিনিময় সভা ম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশীদ। জেলা যুবদল নেতা অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. সোলাইমান বিশু। জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাস্তা সংস্করণ ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দায় ১৯ কুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আংশিক রাস্তা সংস্করণ করা হয়েছে। শনিবার উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের জোঁকাহাট-বটতলী-বনকুড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্করণ করা হয়। এ সময় সংস্করণ কাজে অংশগ্রহণ করেন বিষ্ণপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ কাজেম উদ্দিন, বর্তমান চেয়ারম্যান এস.এম গোলাম আজম, অধ্যক্ষ আলহাজ মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ রাজু আহমেদ, প্রফেসর আশরাফুল ইসলাম রফিক, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। কমিটি গঠন ম চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে মো. আব্দুল মান্নানকে সভাপতি, মো. মিনহাজুল ইসলাম মিলনকে সাধারণ সম্পাদক ও মো. মিজানুর রহমান সোহেলকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। শনিবার বিকালে চিলমারী উপজেলা শিক্ষক সমিতির সভাকক্ষে থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান রতনের সঞ্চালনায় ও বুরুজের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারানুছ গুড়াতির সভাপতিত্বে সভার সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। আলোচনা সভা ম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বানারীপাড়া ডিগ্রি কলেজের অডিটরিয়ামে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদাতের সভাপতিত্বে ও বানারীপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এ. কে. এম ফখরুদ্দীন খান রাযী, বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার ও জেলা কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেমেদ্বিন হাফেজ মাও. মো. কামরুল ইসলাম খান। মতবিনিময় সভা ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগান ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা। রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সময় পুলিশ সুপার বলেন, 'পুলিশের কাজ হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনকল্যাণে কাজ করা। পুলিশ চা বাগানের মালিক ও শ্রমিকদের নিরাপত্তায় সবসময়ই পাশে থাকবে।' এ? সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ ম চট্টগ্রাম বু্যরো চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদ প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতারা। রোববার সকালে জেলা পরিষদ কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উলস্নাহ, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, দৈনিক সংগ্রাম চট্টগ্রাম বু্যরোর স্টাফ রিপোর্টার মুহাম্মদ নুরুল আমিন মিন্টু প্রমুখ। জেলা পরিষদের পক্ষ থেকে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল। সভা অনুষ্ঠিত ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক কমিটির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার শিল্পকলা একাডেমির হলরুমে জাসাসের আহ্বায়ক আব্দুল মালেক মুকুলের সভাপতিত্বে এবং জাসাস পৌরসভা কমিটির আহ্বায়ক রওশন রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসাস উপজেলা কমিটির সদস্য সচিব জাকির হোসেন হিটলার, পৌরসভা কমিটির সদস্য সচিব আব্দুলস্নাহ আল মামুন সোহাগ, শাওন রহমান, আব্দুস ছালাম, রনজিৎ কুমার কর্মকার, আমজাদ হোসেন প্রমুখ। আলোচনা সভা ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি তাহিরপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ওয়ার্ল্ড ভিশনের ভলান্টিয়ারদের মধ্যে অনুসন্ধান ও উদ্ধারকারী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) মিলনায়তনে বিতরণ পূর্বে এক আলোচনা সভায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক জাফর আহমদ, সাংবাদিক আমিনুল ইসলাম, বাবরুল হাসান বাবলু, ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম, ইউনিয়নের সচিব গুলেনূর মিয়া, মনিরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরের সোনাতলা বাজার এলাকায় মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় এলাকার ছাত্র-জনতা এ সভার আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ,ন,ম ইব্রাহীম খলিল। অন্যান্যের মধ্যে ছিলেন বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য আলাল উদ্দিন, বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাহার উদ্দিন, কাজী ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুর রহমান, বোয়ালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অরুণ প্রসাদ মজুমদার প্রমুখ। চাল বিতরণ ম তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদর ইউনিয়নে বিডবিস্নউবি কর্মসূচির আওতায় ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় তারাকান্দা ইউনিয়ন পরিষদের জুলাই-২০২৪ মাসের বিনামূল্যে ৯টি ওয়ার্ডে ৩০ কেজি করে ১৯৯ জন অসহায় দুস্থ পরিবারের মধ্যে মোট ৫৯৭০ কেজি চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আখন্দ ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে উদ্বোধন ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মো. খাদেমুল আলম শিশির। এ সময় ছিলেন ইউপি সচিব আবুল কাশেম, ইউপি সদস্য আব্দুল আউয়াল রেনু মন্ডল, রুহুল আমিন, মাকসুদা আক্তার ববিতা প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ম মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল ও পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। হিতকরীর সভাপতি জহির উদ্দিন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর ছাপা নিলয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুসা মিয়া, জামায়াতে ইসলামী মায়ানী ইউনিয়ন শাখার সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ-সভাপতি মো. আলাউদ্দিন। গণ সমাবেশ ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে গণসমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা গেট চত্বরে জেলা ছাত্র-আন্দোলনের সভাপতি নাজমুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম। এ সময় ছিলেন গণসমাবেশ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজ মাহফিল ম ফটিকছড়ি ( চট্টগ্রাম) প্রতিনিধি গাউসুলআজম মাইজভান্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর ব্যবস্থাপনায় অছিয়ে গাউসুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভান্ডারীর বেছাল দিবস ২০ রবিউল স্মরণে আজ সোমবার ঐতিহাসিক জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল মাইজভান্ডার শরীফস্থ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের শাহী ময়দানে বাদ আছর থেকে অনুষ্ঠিত হবে। এতে ছদারত করবেন অছিয়ে গাউসুলআজম মাইজভান্ডারী কর্তৃক মনোনীত আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সভাপতি শাহসূফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী, কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সহ-সভাপতি শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী, আলোচনায় অংশ নেবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলস্নামা হাফেজ কাজী আবদুল আলীম রিজভী। সৌজন্য সাক্ষাৎ ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁ জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও নবাগত পুলিশ সুপার কুতুব উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। রোববার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে অন্যান্য রেফারিরা নবাগত পুলিশ সুপার ও জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাসুদ ইসলাম, ওলায়িউল ইসলাম, সহসাধারণ সম্পাদক সেলিম হোসেন সাবু, কোষাধ্যক্ষ মো. আব্দুস সাত্তার। কর্মিসভা ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের উত্তর সাতকানিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আওতাধীন বাজালিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বাজালিয়া বুড়ির দোকান এবি কনভেনশন হলে বাজালিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি তারেক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দীন নাজিম ও প্রধান বক্তা ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শহিদুলস্নাহ শহিদ। বিশেষ অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ সিকদার আজিজ। ওসি'র যোগদান ম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের খানসামা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন নজমুল হক। গত শুক্রবার দুপুরে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব ইসলাম, এসআই, এএসআই, কনস্টেবল ও কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জানায়। এর আগে নবাগত ওসি রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার রাণীনগর উপজেলায়। তিনি ২০০৩ সালে চাকরিতে যোগদান করেন। গণসমাবেশ অনুষ্ঠিত ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি'র) উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজারে সমাবেশ ভাঙ্গা উপজেলা সিপিবি'র সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় এবং ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি সুধীন সরকার মঙ্গল, ভাঙ্গা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক লিয়াকত মোলস্না, ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য সুভাষ চন্দ্র মন্ডল, ভাঙ্গা উপজেলা সিপিবি'র সদস্য প্রভাস কুমার মালো। মতবিনিময় সভা ম রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার নবাগত ইউএনও মোহাম্মদ মামুনের সঙ্গে রামগঞ্জ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ইউএনও কার্যালয়ে রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস, কৃষি কর্মকর্তা রায়হানুল হায়দার, রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ মাহমুদ ফারুক, রহমত উলস্ন্যা, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, জাকির হোসেন মোস্তান, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন বাবুল, প্রেস ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্চু। পথসভা অনুষ্ঠিত ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজারে নরেন্দ্র কান্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পথসভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল। দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি- খোরশেদ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা নূর নবী মোহাম্মদ টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকার।