সৈয়দপুর আ'লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ
প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে আ'লীগ নেতা মাসুদুর রহমান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তোভোগীর পরিবার। রোববার শহরের পস্নাজা মার্কেটের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হাওয়ালদার পাড়ার মৃত আনছারীর স্ত্রী তামান্না খাতুন লিখিত বক্তব্যে জানান, '২০১৪ সালে স্থানীয় আ'লীগ নেতা মাসুদুর রহমান লেলিন মাসিক সাত হাজার টাকায় আমাদের দোকানঘর ভাড়া নিয়ে পাঁচ মাস ভাড়া প্রদান করে। পরে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দোকানঘর দখল নিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করেন।
গত ৫ জুলাই থেকে দেশব্যাপী অরাজকতার সৃষ্টি হলে মাসুদুর রহমান লেলিনের মদদে আমার ছেলেদের নামে থানায় মামলা হলে মামলা থেকে নাম কাটানোর জন্য দুই লাখ টাকা দাবি করেন। তবে ৫০ হাজার টাকা দেওয়ায় লেলিন পুলিশের মাধ্যমে ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠান।
জেলহাজত থেকে ছাড়া পেয়ে ইতোমধ্যে আমার ছেলে ইমরান আনছারী বাদী হয়ে সৈয়দপুর আমলি আদালতে মাসুদুর রহমান লেলিনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের করেছে।
তাই, মাসুদুর রহমান লেলিন যাতে আর কোনোভাবে দোকানঘর দখলসহ আমাদের কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।'