বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর নায়েবে আমির নজরুল ইসলাম বলেছেন, 'সত্যিকার অর্থে দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের সঠিক ম্যাসেজ জনগণের কাছে পৌঁছানোই হচ্ছে জামায়াত কর্মীদের প্রধান কাজ। কথা এবং কাজের মিল রেখে আমানতদারিতার মাধ্যমে মানুষের সমস্যা সমাধানের জন্য জামায়াত কর্মীদের এগিয়ে আসতে হবে।'
রোববার চট্টগ্রাম নগরীর ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিম বাকলিয়া জামায়াত আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, দেশের জনগণ বড় বড় দুটি দলের দেশ শাসন দেখেছে, এবার জামায়াতে ইসলামীর দেশ পরিচালনা দেখতে চায়।
১৭ নম্বর প্রশাসনিক ওয়ার্ডের আমির কামাল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উলস্নাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ। দারসূল কোরআন পেশ করেন অধ্যাপক মাওলানা বোরহান উদ্দীন, বাকলিয়া থানা জামায়াতের আমির আবদুল জব্বার, সেক্রেটারি সুলতান আহমদ প্রমুখ।