ধর্মীয় বৈষম্য জামায়াতে ইসলামী দেখতে চায় না :শাহজাহান চৌধুরী

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশে কোন ধরনের ধর্মীয় বৈষম্য জামায়াতে ইসলামী দেখতে চায় না। সকল ধর্মের মানুষকে নিয়ে এ দেশে আমরা শান্তিতে বসবাস করতে চাই। রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর বাকলিয়া থানার ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আয়োজিত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ধর্মীয় এই বিভাজন ইসলাম সমর্থন করে না উলেস্নখ করে শাহজাহান চৌধুরী বলেন, দেশের এক কুচক্রী মহল এই বিভাজন সৃষ্টি করে দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে তাদের বিদেশি প্রভুদের খুশি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এদেশের মানুষ তাদের এই দূরভিসন্ধি বুঝে ফেলেছে। সেই সাম্প্রদায়িক খেলা বাংলাদেশে আর খেলতে দেওয়া হবে না। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আমির কামাল হোসাইনের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকলিয়া থানার আমির আবদুল জব্বার, বাকলিয়া থানা সেক্রেটারি অধ্যক্ষ সুলতান আহমদ, চক-বাকলিয়া বণিক কল্যাণ সমিতির সহ-সভাপতি শাহ মুহাম্মদ নিয়ামত উলস্নাহ প্রমুখ।