কুষ্টিয়ায় ওয়েস্ট জোন ডিস্টিবিউশন পাওয়ার কোম্পানিতে (ওজোপাডিকো) কর্মরত পিচরেট ও লাইন সাহায্যকারী (গ্যাটিস) শ্রমিকদের বয়সসীমা শিথিল করে শূন্য পদের বিপরীতে চাকরি স্থায়ীকরণ দাবিতে মানববন্ধন ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে কর্মচারীরা।
রোববার কুষ্টিয়া ওজোপাডিকো অফিসের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে কয়েকশ কর্মচারী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ২১টি জেলায় প্রায় ৫ শতাধিক কর্মচারী দীর্ঘদিন অত্র প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে কাজ করার কারণে তাদের অনেকেরই সরকারি চাকরির বয়সসীমা শেষ হয়ে গিয়েছে। যার ফলশ্রম্নতিতে অন্য কোনো সংস্থায় কাজের সুযোগ নেই। কোম্পানির সকল দপ্তরে অসংখ্য শূন্যপদ রহিয়াছে। তাই শ্রমিকদের বয়সসীমা শিথিল করে শূন্য পদের বিপরীতে চাকরি স্থায়ীকরণ করে বৈষম্য দূর করার দাবি জানান তারা। দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করারও ঘোষণা দেন কর্মচারীরা। পরে ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।