মুক্তাগাছার 'দাওগাঁও' ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। রোববার ইউপি চেয়ারম্যানের পক্ষে ইউপি সদস্য নেওয়াজ আলী দাওগাঁও ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন। এ উপলক্ষে দাওগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এপির সহযোগিতায় স্থানীয় সরকার, ভিলেজ টিম, ভিডিসি, শিশু ও যুব ফোরাম এবং ধর্মীয় নেতাদের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক নাটিকা উপস্থাপন, শিশু ফোরামের উদ্যোগে গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি সদস্য নেওয়াজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন বলেন, শিশুর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন, অত্যাচার, শোষণ ও বাল্যবিবাহ বন্ধ করার লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাজ করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় দাওগাঁও ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হচ্ছে। বিশেষ অতিথি ছিলেন এসকেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুল কবির, অবসরপ্রাপ্ত শিক্ষক মোকাদ্দেস আলী, সাংবাদিক মামুন আল গাইয়ুম, প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক প্রমুখ।