দুর্গাপুরে সিপিবির সমাবেশ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
গণ-অভু্যত্থানে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিচার ও সংখ্যালঘুদের ওপর হয়রানি বন্ধের দাবিতে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর শহরের প্রেস ক্লাব মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী সমাবেশে সিপিবি উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় ও সভাপতি মীর আলজাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম, যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং প্রমুখ। প্রধান অতিথি বলেন, সারাদেশে হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গণ-অভু্যত্থানে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এখনো বিগত সরকারের গুন্ডারা গুপ্তভাবে নিপীড়ন-নির্যাতন করছে। এই দেশে শিক্ষার্থীদের মৃতু্য হোক আমরা চাই না। শিক্ষকদের রক্ত ঝড়ুক আমরা চাই না। আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরি, আহতদের সুচিকিৎসা ও পরিবারের পুনর্বাসনের উদ্দ্যোগ নিতে হবে। বিদু্যৎ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এসব বিষয় সমাধানে অন্তবর্তী সরকারের কাছে সারাদেশের মানুষ আজ জোর দাবি জানাচ্ছে।'