শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

নরসিংদীতে ৯০০ পরিবারের মধ্যে চারা বিতরণ

নরসিংদী প্রতিনিধি
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নরসিংদীতে ৯০০ পরিবারের মধ্যে চারা বিতরণ

পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে 'বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস'র (বিজ) উদ্যোগে নরসিংদীতে ৯ শতাধিক পরিবারের মধ্যে ফলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

রোববার সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজাদী মহিলা সমিতি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্থানীয় কৃষক এবং সংস্থার গ্রাহকদের প্রতি পরিবারে ২ টি করে চারা বিতরণ করা হয়। এইসব চারাগাছের মধ্যে রয়েছে আম, কাঁঠাল ও পেয়ারা।

এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ স্বাক্ষর চন্দ্র বণিক। বিজ'র নরসিংদী শাখার সিনিয়র জোনাল ম্যানেজার আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজ'র উপ-নির্বাহী পরিচালক কৃষিবিদ মজিবুর রহমান, কৃষিবিদ সাদেকুল ইসলাম প্রামাণিক, সাব-জোনাল ম্যানেজার সৌমেন চক্রবর্তী, সিনিয়র কমপস্নায়েন্স অফিসার শহিদুজ্জামান, কৃষি কর্মসূচির প্রোগ্রাম অফিসার আবু রায়হান, প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক রাজ্জাকুল ইসলাম, সংস্থার স্বাস্থ্য কর্মসূচি প্রকল্পের মেডিকেল অফিসার তাসলিমা আক্তার, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, যায়যায়দিন প্রতিনিধি আমজাদ হোসেন, চ্যানেল আই প্রতিনিধি সুমন রায়, স্থানীয় জনপ্রতিনিধি দেলোয়ার হোসেন, ছায়েম ভূইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে