ছয় জেলায় নানা অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঝিনাইদহ, বান্দবানের নাইক্ষ্যংছড়ি, যশোরের শার্শা, নরসিংদীর শিবপুর, হবিগঞ্জের মাধবপুর ও দিনাজপুরের ঘোড়াঘাট থেকে এসব অপরাধীদের গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গাসহ মোট ১০ জনকে আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভিন্ন অভিযানে চারজন মাদককারবারিকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকরা হলেন- রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ের নুরুল হাকিমের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন (২২), কচ্ছপিয়া ইয়নিয়নের গৌরহরি কর্মকারের ছেলে অরবিন্দ (৪৫), নাইক্ষ্যংছড়ি উপজেলার ব্যবসায়ী পাড়ার জাফরউলস্নাহর ছেলে নজিব উলস্নাহ (৩০) ও হাইস্কুল পাড়ার নুরুল ইসলামের ছেলে নুরুল আবছার প্রকাশ সুমন (৩৬)।
জানা গেছে, কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুক্রবার নাইক্ষংছড়ির বাজারসংলগ্ন ছালেহ আহমদ হাইস্কুল এলাকা থেকে ও একই দিন সদর এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ সিরাজুল।
শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শায় ১৭ হাজার টাকার জালনোটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় আমড়াখালী চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেনাপোলের পাটবাড়ী গ্রামের আবু বক্কারের ছেলে আলমগীর এবং নাসির উদ্দিনের ছেলে সাব্বির। আসামিদের নামে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে ৬ ডাকাত ও দুই গরু চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে রোববার থানায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন। গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর চরমাইশাদী গ্রামের রাজ্জাকের ছেলে মো. হাবিব (৪৫), একই উপজেলার মেলীপাড়া গ্রামের কাশেম হাওলাদারের ছেলে মো. হারুন (৩০), ফেনীর নিচ কুনজরা গ্রামের বদির আলমের ছেলে জাহাঙ্গীর (৩০), মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভাটারচর গ্রামের তনু মিয়ার ছেলে হিরণ (৩৫), শ্রীনগর থানার কামারগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রবিন (৩০) ও পটুয়াখালীর তেওবুনিয়া গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে মনির (৩০)। চোরদ্বয় হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফাসিতলা গ্রামের রাহাত মিয়ার ছেলে রুহুল আমিন (২৮) ও বগুড়া জেলার সোনাতলা থানার মৃত আফতাব বেপারীর ছেলে মো. হারিজ (৩৮)। তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় আলাদা দুইটি মামলা করা হয়েছে।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস এর অনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদের আটক করে। আটকরা সবাই বাংলাদেশের নাগরিক। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ থানার কালীনগর গ্রামের মরাপাগলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৩০), একই থানার চাকপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল (১৬), আব্দুর রহিমের ছেলে শাহাদত হোসেন (১৯), চুনাপুটি গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে আব্দুল বারী (৩০), রায়হান মিয়ার ছেলে আব্দুল আলীম (১৯), শিবগঞ্জ থানার গুণটুলা গ্রামের আব্দুল মোমিনের ছেলে তোষার আলী (১৭)।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- জেলার বিরল উপজেলার রতন মিয়া (৩৭), কুমিলস্নার রুবেল মিয়া (৩৬), পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউসুব মিয়া (৪৮) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আল-আমিন (৩০)। গত শনিবার মধ্যরাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে সাহেবগঞ্জ ভাঙ্গা মসজিদসংলগ্ন থেকে তাদে গ্রেপ্তার করা হয়।