ফুলবাড়ীতে বাসযাত্রী সুপারভাইজার সংঘর্ষে সড়ক অবোরোধ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসযাত্রী ও সুপারভাইজারের মারপিটের জেরে এক ঘণ্টা দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বাস শ্রমিকরা। শনিবার রাত সাড়ে ১১টায় পৌর শহরের উর্বসী মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হানিফ এন্টারপ্রাইজের ফুলবাড়ী কাউন্টার ম্যানেজার আজিজার রহমান বাদী হয়ে হামলাকারী যাত্রী আব্দুর রউফসহ অজ্ঞাত নামা ২৫-৩০ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ বাসটি ফুলবাড়ী কাউন্টারে এসে দাঁড়ালে ওই বাসে থাকা যাত্রী আব্দুর রউফসহ স্থানীয় ২৫-৩০ জন যুবক বাসের সুপারভাইজার রাশেদকে মারপিট করে পালিয়ে যায়। পরে আহত সুপারভাইজারকে উপজেলা স্বাস্থ্যকমপেস্নক্সে ভর্তি করা হয়। এর প্রতিবাদে চলাচলরত দুটি বাস রাস্তায় আড়া-আড়ি করে দিয়ে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, যাত্রীর সঙ্গে সুপারভাইজারের সংঘর্ষের ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে।